কোপ পড়ল ‘ভুলভুলাইয়া ৩’ ও ‘সিংহম এগেন’ এর উপর। ছবি: সংগৃহীত।
দীপাবলিতে জোর টক্কর। বড় পর্দায় একই দিন মুক্তি পাচ্ছে ‘ভুলভুলাইয়া ৩’ ও ‘সিংহম আগেন’। ইতিমধ্যেই অগ্রিম বুকিংয়ের হিসাব অনুযায়ী কোন ছবি কাকে ছাপিয়ে গেল, তা নিয়ে চলছে বিশ্লেষণ। দু’টি ছবিই তারকাখচিত। দু’টি ফ্রাঞ্চাইজিই বক্স অফিসে হিট। এমন সময় দু’টি ছবিকেই নিষিদ্ধ করে দিল সৌদি আরব প্রশাসন।
দাবি, এই দুই ছবির বিষয়বস্তুই ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে। তাই সৌদি আরবে মুক্তি পাবে না কার্তিক আরিয়ান ও অজয় দেবগনের ছবি। তবে শুধুই বলিউডের এই দুই ছবি নয়, দক্ষিণী ছবি ‘আমরণ’কেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সে দেশে। এক দিকে ‘সিংহম আগেন’-এ নাকি ভারতীয় পুরাণ রামায়ণের গল্পের আধিক্য। তা ছাড়া, সমকামিতার উপস্থিতির কারণেও সে দেশের সরকার এই ছবি নিষিদ্ধ করেছে। যদিও ‘ভুলভুলাইয়া ৩’-এর প্রচারে ঝলকে তেমন কিছু এখনও পর্যন্ত দেখা যায়নি। ১ নভেম্বর মুক্তির পর বোঝা যাবে আসল গল্পে আদৌ তেমন কোনও মোচড় আছে কিনা গল্পে! তবে মধ্যপ্রাচ্যের এই দেশে ছবি দু’টি নিষিদ্ধ হলেও ভারতে উৎসাহের অন্ত নেই। আলোর উৎসবে লম্বা ছুটি, ইতিমধ্যেই অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে। তবে সেখানে ‘সিংহম আগেন’কে পিছনে ফেলে দিয়েছে আনিস বাজ়মির ‘ভুলভুলাইয়া ৩’।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy