শুটিং করতে গিয়ে প্রায় মৃত্যুমুখ থেকে ফিরে এলেন অভিনেতা ও ‘বিগ বস্ ওটিটি ৩’ প্রতিযোগী বিশাল পাণ্ডে। সমাজমাধ্যমে তিনি জানিয়েছেন , শুটিংয়ের সময় ভুলবশত কাচের আঘাতে শিরা কেটে ফেলেছিলেন। যার ফলে দু’-দু’টো অস্ত্রোপচার হয়েছে তাঁর। যদিও, এই কঠিন পরিস্থিতি থেকে শীঘ্রই ঘুরে দাঁড়াবেন বলে জানিয়েছেন বিশাল।
শুক্রবার হাসপাতালের বিছানা থেকে বেশ কিছু ছবি ও ভিডিয়ো পোস্ট করেন বিশাল। হাতে চোট স্পষ্ট। সমাজমাধ্যমে তিনি লেখেন, “শুটিং চলাকালীন আমি ভুল করেই হাতের শিরা কেটে ফেলি। নিজের সবচেয়ে প্রিয় কাজ (অভিনয়) করার সময়ই এমন দুর্ঘটনা ঘটতে পারে কোনও দিন ভাবিনি। দুটো অস্ত্রোপচারের পর, আমি আপাতত বিশ্রামে আছি। সব কাজ থামাতে বাধ্য হয়েছি।”
আরও পড়ুন:
তিনি আরও লেখেন, “চিকিৎসকেরা আমার আঘাত দেখে যা বললেন, এখনও ভাবলে হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার যে ধমনী সরাসরি হৃদ্পিণ্ডে যাচ্ছে, সেটা মাত্র কয়েক ইঞ্চির জন্য রক্ষা পেয়েছে। তা না হলে অর্ধেক শরীর অকেজো হয়ে যেতে পারত। চিকিৎসকের কথায়, ঈশ্বরের আশীর্বাদে বেঁচে গিয়েছি।” সব শেষে আশার বার্তা বিশালের। তাঁর কথায়, এত যন্ত্রণাতেও ছবিতে তিনি হাসছেন, কারণ পুরো সেরে ওঠার পর তাঁকে কেউ আটকাতে পারবে না। “কথায় আছে না? নতুন সূর্যোদয় হবেই। আমারও উদয় হবে,” শেষে লেখেন বিশাল।