‘আমাকে বিয়ে করবে?’ অথবা ‘আমি ভারতে যাচ্ছি। কী হ্যান্ডসাম…!’ এই ছবিটা শেয়ার হওয়ার পর সোশ্যাল মিডিয়া এ হেন কমেন্টে ভরে গিয়েছে। কী ভাবছেন? এই কমেন্ট ববি দেওলের জন্য? না! ভুল ভাবলেন। এই কমেন্ট এসেছে ববির পাশে থাকা অন্য ব্যক্তির জন্য। কিন্তু তিনি কে?
ববির পাশে রয়েছেন তাঁর ছেলে। দিন কয়েক আগেই নিজের ৫০তম জন্মদিন সেলিব্রেট করেছেন নায়ক। আর সেখানেই ছেলের সঙ্গে তোলা এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই ভাইরাল হয়ে গিয়েছে। তাঁর ছেলে আর্যমান এখন ইন্টারনেটের নয়া সেনসেশন।
ববি লিখেছেন, ‘আমার ছেলে ওর যুবক বাবার জন্য এ বার বন্ধু খুঁজবে। আমার ৫০ বছর বয়স হল। কিন্তু পৃথিবী জয় করার জন্য যে কোনও সময় ২০ বছরের মতো হয়ে যেতে পারি। আপনাদের ভালবাসায় এ ভাবেই জীবন কাটিয়ে দিতে পারব আশা করছি।’
আরও পড়ুন, তৈমুর বাড়ি থেকে বেরলেই খবর, আর আমাদের অনেক পরিশ্রম করতে হয়: সারা
ববির দুই ছেলে আর্যমান এবং ধর্ম। এখনও পর্যন্ত আর্যমানের কোনও কেরিয়ার পরিকল্পনা নিয়ে দেওলরা প্রকাশ্যে মুখ খোলেননি। তবে ছবি দেওয়ার পরই আর্যমানের জনপ্রিয়তা দেখে বলি মহলের অনেকেই মনে করছেন, অনুরাগীরা এ বার আর্যমানকে বড় পর্দাতেও দেখতে চাইবেন।
আরও পড়ুন, নতুন অ্যালবামের প্রস্তুতি শুরু ‘চন্দ্রবিন্দু’র
আর্যমানের তুতো দাদা অর্থাত্ সানি দেওলের ছেলে কর্ণ বলিউড ডেবিউয়ের জন্য তৈরি হচ্ছেন। সানির পরিচালনায় ‘পল পল দিল কে পাস’ নামের ছবি দিয়ে ডেবিউ হবে তাঁর। অন্যদিকে ববিকে শেষ বার বড় পর্দায় দেখা গিয়েছিল ২০১৮-এ। মুক্তি পেয়েছিল ‘রেস থ্রি’। তা হলে কি এ বার তাঁর ছেলেও বলিউডেই কেরিয়ার শুরু করবে?
(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)