Advertisement
০৯ অক্টোবর ২০২৪
Baby bump

অনিতার বেবি বাম্পের ছবি মনে করাল মার্কিন পপ তারকা বেয়ন্সেকে

ছবির রং সাদা কালো।  তবু  তাতেই গোটা দেশের নজর কেড়েছেন অনিতা।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২১ ২২:০২
Share: Save:

ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ্যা করিনা কপূর খানের থেকেও প্রায় এক লক্ষ বেশি। প্রথম সন্তানকে স্বাগতও জানাবেন তিনি, সেটাও করিনার একমাস আগে। তবে পূর্ণ গর্ভাবস্থার ছবি দেওয়ার ক্ষেত্রে এক দিন দেরি করে ফেললেন টেলি অভিনেত্রী অনিতা হাসনন্দানি। করিনা তাঁর বেবি বাম্পের ছবি দিয়ে ইন্টারনেট মাত করেছিলেন সোমবার। বুধবার অনিতা শেয়ার করলেন তাঁর প্রথম মাতৃত্বের পূর্ণ গর্ভাবস্থার ছবি।

ছবির রং সাদা কালো। তবু তাতেই গোটা দেশের নজর কেড়েছেন অনিতা। নেটাগরিকরা এক বাক্যে মেনে নিয়েছেন, ছবিতে মার্কিন পপ গায়িকা বেয়ন্সের মতো দেখাচ্ছে তাঁকে।

মোট ৩টি ছবি সমাজমাধ্যমে শেয়ার করেছেন অনিতা এবং তাঁর স্বামী রোহিত রেড্ডি। একটিতে রয়েছেন দু’জনেই। চেয়ারে বসে পেটে হাত রেখে উপরের দিকে তাকিয়ে আছেন অনিতা। পিছন দিক থেকে ঝুঁকে অনিতার মুখের দিকে তাকিয়ে রোহিত। ছবিটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে রোহিত লিখেছেন, ‘ইউফোরিয়া’। অর্থাৎ উচ্ছ্বাস।

অন্য দু’টি ছবি অনিতা দিয়েছেন সমাজমাধ্যমে। কালো পোশাকে আবরণহীন পা সামনে ছড়িয়ে রেখেছেন। পাশে রাখা একটি ওড়না। মার্কিন পপ তারকা বেয়ন্সে এ ভাবেই ওড়নায় মুড়ে নিজের বেবি বাম্প দেখিয়েছিলেন। নেটাগরিকরা অনিতার ছবিতে বেয়ন্সের সঙ্গেই মিল খুঁজে নিয়েছে।

ছবিটি সমাজমাধ্যমে ইতিমধ্যেই শেয়ার হয়েছে বহু বার। ফেব্রুয়ারিতেই প্রথম সন্তান ভূমিষ্ঠ হবে অনিতার।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE