Advertisement
E-Paper

‘কোনও পুরুষ নারীকে বুঝলে তাঁর নামে মন্দির বানাব!’ এই উপলব্ধির জেরেই কি অঙ্কুশ অবিবাহিত?

অঙ্কুশ কি নারীমন বুঝতে পারেন? তিনি কি প্রেমিকা ঐন্দ্রিলা সেনের সেনের মন ঠিকমতো বুঝে উঠতে পেরেছেন?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৫ ১৮:৩০
কেন অঙ্কুশের বিয়ে হল না?

কেন অঙ্কুশের বিয়ে হল না? ছবি: সংগৃহীত।

সন্ত্রাস ভুলে নাকি নারীর মন বুঝতে চেষ্টা করছেন পর্দার ‘মুনির আলম’! এ-ও শোনা যাচ্ছে, অনেক পুরুষের মতো তিনিও নাকি মেয়েদের মন বুঝতে পারেন না! প্রেমিকা ঐন্দ্রিলা সেনের মন নাকি আজও পড়তে পারেননি তিনি? সে কারণেই নাকি তাঁর বিয়ে হচ্ছে না!

এ বারের পুজোর ছবি ‘রক্তবীজ ২’-এ সন্ত্রাসবাদী ‘মুনির আলম’-এর ভূমিকায় অঙ্কুশ হাজরা। সেই অঙ্কুশই আবার সরস্বতী পুজোয় ফিরছেন চেনা অবতারে, ‘লাভার বয়’ হয়ে। নিজের প্রযোজিত ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’-এ। যে প্রচলিত প্রবাদ দিয়ে ছবির নাম, তা নিয়ে কমবেশি সব পুরুষই বোধহয় একমত। অঙ্কুশও কি সেটাই বিশ্বাস করেন?

অভিনেতা বরাবরের রসিক। আনন্দবাজার ডট কম-এর প্রশ্নের জবাবে এ দিনও রসিকতা করলেন। বললেন, “কোনও পুরুষ ঠিকঠাক যদি কোনও নারীর চরিত্র বুঝে থাকেন, তাঁর নাম জানান। মন্দির বানাব।” তার মানে ঐন্দ্রিলার মন পড়তে পারেননি তিনি? সেই কারণেই কি আজও অবিবাহিত? প্রশ্ন শুনে একটু যেন থমকেছেন। তার পর বলেছেন, “এক যুগেরও বেশি ঐন্দ্রিলার সঙ্গে আছি। বলতে পারেন, ঘরকন্না করে ফেলেছি। কোন ঘটনায় কোন প্রতিক্রিয়া আসবে— চোখ বুজে বলে দিতে পারি।” নিজেকে নিরাপত্তার ঘেরাটোপে রেখে ফের স্বমহিমায়। জানালেন, তিনি বাকি পুরুষদের কথা বলেছেন!

পাশাপাশি এ-ও জানিয়েছেন, একই সঙ্গে ‘রক্তবীজ ২’ আর ‘নারী চরিত্র বেজায় জটিল’-এর শুটিং করেছেন। দাবি, “একই সময়ে অভিনেতার সম্পূর্ণ বিপরীতধর্মী দুটো ছবিতে অভিনয় খুব চাপের। আবার আনন্দেরও। নিজেদের অভিনয় ক্ষমতা এর মাধ্যমে আমরা যাচাই করে নিই।”

Ankush Hazra Nari Choritra Bejay Jotil Oindrila Sen
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy