কপিল শর্মার রেস্তরাঁ ‘ক্যাপস ক্যাফে’-তে আবার হামলা! বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে। গুলিবর্ষণের সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই প্রশ্ন, আবার কি লরেন্স বিশ্নোই গ্যাং এই হামলা চালিয়েছে? জল্পনা সত্যি করে এই ঘটনার দায় স্বীকার করেছেন বিশ্নোই গ্যাংয়ের দুই সদস্য। কুলদীপ সিন্ধু এবং গোল্ডী ঢিঁলো নামে ওই দুই সদস্য নিজেদের সমাজমাধ্যমে জানিয়েছেন, সাধারণ মানুষের সঙ্গে তাঁদের কোনও শত্রুতা নেই।
বিশ্নোই দলের ওই দুই সদস্য লেখেন, “আমি কুলদীপ সিন্ধু এবং গোল্ডী ঢিঁলো হামলার দায় নিচ্ছি। সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনও শত্রুতা নেই। কিন্তু যাঁরা অনৈতিক কাজের সঙ্গে জড়িত, যাঁরা সাধারণ মানুষকে তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত করেন, তাঁরা সাবধান।” আগে দু’বার এই একই ঘটনা ঘটেছে। সেই হামলার দায়ও নিয়েছেন বিশ্নোই দলের দুই ব্যক্তি। যদিও এই ঘটনার পর এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি কপিল।
২০২৫ সালের প্রথমের দিকে কানাডায় নিজের রেস্তরাঁ খোলেন কৌতুকশিল্পী কপিল। তার পর থেকেই একের পর এক বিপত্তি। যদিও তাঁর ব্যবসার সব কিছু দেখভাল করেন অভিনেতার স্ত্রী। এই রেস্তরাঁ খোলার পর পরেই ভয়াবহ হামলা হয়। গত ৯ জুলাই ভোরের দিকে ক্যাফে খুলতেই গাড়ি করে কয়েকজন দুষ্কৃতী এসে বাইরে থেকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে ক্যাফেতে। সেই ঘটনার দায় স্বীকার করেছিলেন হরজিৎ সিংহ লাড্ডি নামে এক ব্যক্তি।