Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২২ অক্টোবর ২০২১ ই-পেপার

Abhimanyu-Damini: খোলামেলা পোশাকে মলদ্বীপে শ্রাবন্তী-পুত্রের প্রেমিকা, প্রকাশ্যে ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা ৩০ অগস্ট ২০২১ ২২:০১
প্রেমিক অভিমন্যুর সঙ্গে দামিনী।

প্রেমিক অভিমন্যুর সঙ্গে দামিনী।

প্রেমিক অভিমন্যু চট্টোপাধ্যায় এবং তাঁর মা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে গত সপ্তাহে মলদ্বীপে উড়ে গিয়েছিলেন দামিনী ঘোষ। বেশ কয়েক দিন নীল জলের দেশে কাটালেও ইনস্টাগ্রামে নিজের বিশেষ কোনও ছবি দেননি। অবশেষে নিজের দু’টি ছবি পোস্ট করলেন দামিনী।

প্রথমটিতে দেখা যাচ্ছে, হলুদ রঙের একটি জামা পরে জলের ধারে বসে রয়েছেন তিনি। পরের ছবিতে বিকিনি টপ, হট প্যান্ট এবং খোলা চুলে নেটমাধ্যমর পারদ চড়ালেন দামিনী। শ্রাবন্তীর ছেলের প্রেমিকার এই সাজে মুগ্ধ নেটাগরিকরাও। দামিনীর পোস্টের মন্তব্য বাক্সে চোখ রাখলে তা বুঝে নিতে অসুবিধা হয় না।

Advertisement

গত সোমবার থেকে অভিমন্যু এবং দামিনীর ইনস্টাগ্রাম স্টোরি ভরে গিয়েছিল মলদ্বীপের নানা ছবি এবং ভিডিয়োয়। এর পর শ্রাবন্তীও একের পর এক ছবি দিতে শুরু করেন। কিন্তু কোনও ছবিতেই তাঁর সঙ্গে প্রেমিক অভিরূপ নাগচৌধুরীকে দেখা যায়নি। তবে টলিউডের গুঞ্জন, শ্রাবন্তীর সঙ্গে মলদ্বীপে বেড়াতে গিয়েছিলেন তিনি।

আরও পড়ুন

Advertisement