যতই ছবি নিয়ে বিতর্ক হোক, যতই লোকে যা খুশি বলুক, তাঁদের সম্পর্কে যে কোনও আঁচ লাগেনি, তা ফের এক বার বোঝালেন দীপিকা পাড়ুকোন। প্রকাশ্যেই জানালেন, তাঁর ‘বয়ফ্রেন্ড’ই বিনোদন জগতের সেরা কিসার।
বলিউডে প্রচুর প্রেমকাহিনি রয়েছে। করিনা-সইফ, বিরাট-অনুষ্কা, শাহিদ-মীরা থেকে সলমন-ক্যাটরিনা। কিন্তু এঁদের সবার মধ্যে যেন একটু ‘হটকে’ রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন। কারণ তাঁরা, একে অপরের ‘লভ লাইফ’ নিয়ে খুব একটা রাখ-ঢাক পছন্দ করেন না।
বিরুষ্কার বিয়ের পর থেকে, বি-টাউনে কান পাতলেই শোনা যায় রণবীর-দীপিকার বিয়ের গুঞ্জন। কয়েকদিন আগে দীপিকার জন্মদিনে মলদ্বীপে একসঙ্গে দু’জনের থাকা নিয়েও বেশ সাড়া পড়েছিল ইন্ডাস্ট্রিতে। অনেকে তো বলেছিলেন, সেখান থেকে নাকি বিয়ে করেই ফিরছেন ‘দীপ-ভীর’।
বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
আসলে, নানা মুনি, নানা মত। কিন্তু একটা কথা বলাই যায় যে, দু’জনের অন-স্ক্রিন কেমিস্ট্রির পাশাপাশি অফ-স্ক্রিনেও বেশ জমে উঠেছে তাঁদের প্রেম। এক কথায় নজরকাড়া! তা সে অ্যাওয়ার্ড সেরিমনিতে ফ্লাইং কিস হোক, কিংবা একসঙ্গে ফোটোশুট।