বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দীপিকা পাড়ুকোনের বোন অনিশা পাড়ুকোন। ৩৪ বছরের অনিশা নাকি বিয়ে করতে চলেছেন এমন পরিবারে যাদের রয়েছে বাঙালি যোগ। এ ছাড়াও সেই পরিবারের সঙ্গে রয়েছে দেওল পরিবারের যোগাযোগও। অনিশার হবু বর দুবাইনিবাসী নাম রোহন আচার্য।
আরও পড়ুন:
ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোনের কনিষ্ঠ কন্যা অনিশা। মনস্তত্ত্ব, অর্থনীতি নিয়ে পড়াশোনা করে অনিশা এই মুহূর্তে দিদি দীপিকার মানসিক স্বাস্থ্যের উন্নতির স্বার্থে তৈরি সংস্থা ‘লভ, লিভ, লাফ’-এর কর্ণধার। দীপিকার সংস্থার হয়ে অর্থসংগ্রহ, সংস্থার প্রচার-কৌশল নির্ণয় থেকে সংস্থার উন্নতির স্বার্থে নানা ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান তিনি। অনিশার হবু স্বামীর সঙ্গে তাঁর আলাপ হয়েছে জামাইবাবু রণবীর সিংহের মাধ্যমে। কারণ অনিশার হবু শ্বশুর-শাশুড়ির সঙ্গে রণবীরের বাবা-মায়ের সুসম্পর্ক রয়েছে।
অনিশার হবু স্বামী রোহন আসলে খ্যাতনামা পরিচালক বাসু ভট্টাচার্যের নাতি এবং আর এক খ্যাতনামা পরিচালক বিমল রায়ের নাতনির ছেলে। বিমল রায়ের মেয়ে রিঙ্কি ভটাচার্য ও জামাই বাসু ভট্টাচার্য। রোহনের মা চিমু আর্চায হলেন রিঙ্কি ও বাসুর মেয়ে। রোহনের বাবা সুমিত আচার্য। দুবাইয়ে পারিবারিক ব্যবসা সামলান তিনি। রোহনের সঙ্গে অনিশার বিয়ে হলে সানি দেওলের পুত্র কর্ণবীর হবেন অনিশার নন্দাই। কারণ, সানির পুত্রবধূ দৃশা হলেন রোহনের বোন। যদিও বিয়ের দিনক্ষণ এখনই প্রকাশ্যে আনতে নারাজ পাড়ুকোন পরিবার।