দ-শ বছর তাঁরা একসঙ্গে। প্রেমে হাবুডুবু খেয়ে বিয়ের পিঁড়িতে। সে-ও তো চার বছর হতে চলল! দীপিকা পাড়ুকোনেই এখনও পুরোপুরি মজে রণবীর সিংহ। পুরনো প্রেমিকাকে ফিরে দেখলেন এক সাক্ষাৎকারে।
সদ্য ‘বাজিরাও মস্তানি’তে জুটিতে কাজ করেছেন তখন। ছবির প্রচারে যুগলেই বসেছিলেন মুম্বই সংবাদমাধ্যমের সামনে। তাঁদেরই অনুরোধে দীপিকাকে জড়িয়ে ধরেন রণবীর। ব্যস! অভিনেতার কথায়,‘‘দীপিকা নিমেষে চটে লাল! চোখ পাকিয়ে আমায় বলল, এ ভাবেই কি জড়িয়ে ধরবে নাকি! আমিও কাঁচুমাচু’’