Advertisement
E-Paper

প্রয়াত ‘প্যায়ার তু নে ক্যায়া কিয়া’-র পরিচালক রজত মুখোপাধ্যায়

‘প্যায়ার তু নে ক্যায়া কিয়া’-র ডিরেক্টর রজতের ফিল্মের তালিকা খুব একটা দীর্ঘ নয়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২০ ১৬:৫৫
ডিরেক্টর হিসাবে কেরিয়ার দীর্ঘ না হলেও রজতের বেশ কয়েকটি ফিল্ম এখনও মনে রেখেছেন দর্শকেরা। ছবি: সংগৃহীত।

ডিরেক্টর হিসাবে কেরিয়ার দীর্ঘ না হলেও রজতের বেশ কয়েকটি ফিল্ম এখনও মনে রেখেছেন দর্শকেরা। ছবি: সংগৃহীত।

মুম্বইয়ে স্ট্রাগলিংয়ের সময় থেকেই বন্ধুত্ব। একসঙ্গে সময় কাটানো, খাওয়াদাওয়া করা— সবেতেই হনসল মেহতার সঙ্গ দিয়েছিলেন। তবে সে এখন অতীত! চলে গেলেন রজত মুখোপাধ্যায়। রবিবার ভোরে জয়পুরে মারা যান তিনি। পরিবার সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই কিডনি এবং হার্টের সমস্যায় ভুগছিলেন পঞ্চাশোর্ধ্ব এই বলিউড ডিরেক্টর।

এ দিন রজতের মৃত্যুর খবর পাওয়া মাত্র টুইটারে শোক প্রকাশ করেছেন হনসল। তিনি লিখেছেন, ‘‘অত্যন্ত প্রিয় এক বন্ধুর মৃত্যুর খবরটা এইমাত্র জানতে পারলাম।... তোমাকে মিস করব রজত।’’

আর এক ঘনিষ্ঠ বন্ধু তথা প্রযোজক অনীশ রঞ্জন জানিয়েছেন, গত হোলিতে জয়পুরে গিয়েছিলেন রজত। তবে লকডাউনের জেরে সেখানে আটকে পড়েন। তিনি বলেন, ‘‘দিন পনেরো আগে রজতের একটি কিডনি বাদ দিতে হয়েছিল। ডায়ালিসিসও চলছিল। শনিবার ডায়ালিসিস করিয়ে রাত ৮টা নাগাদ ঘরে ফিরেছিল। তবে তার স্ত্রীর মনে হয়েছিল, কিছু একটা যেন ঠিক নেই। সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্স ডাকা হয়। তবে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই রজতকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।’’

‘প্যায়ার তু নে ক্যায়া কিয়া’-র ডিরেক্টর রজতের ফিল্মের তালিকা খুব একটা দীর্ঘ নয়। তবু তার ফাঁকেই তৈরি করে ফেলেছিলেন ‘রোড’। একটু অন্য ধরনের সাসপেন্স থ্রিলার। বলিউডে ‘রোড মুভি’র খুব একটা চলন নেই বললেই চলে। সেই গতেবাঁধা ছক ছেড়ে বিবেক ওবেরয়, অন্তরা মালি এবং মনোজ বাজপেয়ীকে ফিল্ম। ২০০২-এর এই ছবিটি মনে রেখেছেন অনেকেই। রজতকে মনে রেখেছেন মনোজও। তিনি লিখেছেন, ‘‘এখনও বিশ্বাস করতে পারছি না, আমরা আর দেখা করব না বা নিজেদের কাজ নিয়ে আলোচনা হবে না।’’

এ দিন রজতের মৃত্যুতে হনসলের মতোই বন্ধুহারা হয়েছেন ডিরেক্টর অনুভব সিন্‌হা। টুইটারে তিনি লিখেছেন, ‘‘আরও এক বন্ধু খুব তাড়াতাড়ি চলে গেল।’’

আরও পড়ুন: ধর্ষণ-খুনের হুমকিতে আর চুপ নয়, থানায় গেলেন সুশান্তের বান্ধবী রিয়া

আরও পড়ুন: লকডাউনের মধ্যেই দীপিকা-প্রভাসকে নিয়ে ৪০০ কোটি বাজেটের ফিল্মের ঘোষণা

ডিরেক্টর হিসাবে কেরিয়ার দীর্ঘ না হলেও রজতের বেশ কয়েকটি ফিল্ম এখনও মনে রেখেছেন দর্শকেরা। তবে তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য ফিল্ম বোধহয় ‘প্যায়ার তু নে ক্যায়া কিয়া’। রামগোপাল বর্মার প্রযোজনায় ফারদিন খান, উর্মিলা মাতণ্ডকর এবং সোনালি কুলকার্নির ওই রোমান্টিক থ্রিলারের গানও এক সময় বেশ জনপ্রিয় হয়েছিল। তারিফ কুড়িয়েছিলেন ‘প্যায়ার তু নে...’-র মিউজিক ডিরেক্টর সন্দীপ চৌটাও। যদিও অনেকে বলেন, এটি আসলে হলিউডের ‘ফ্যাটাল অ্যাট্রাকশন’-এর রিমেক। তা হলেও সাফল্য পেয়েছিল রজতের ডেবিউ ফিল্ম!

Rajat Mukherjee Death Bollywood Manoj Bajpayee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy