ফুটপাথে গান গাইছিলেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। হঠাৎই পুলিশ এসে বন্ধ করে দেয় তাঁর গান। রবিবার এমনই ঘটনার সাক্ষী থাকল বেঙ্গালুরু। আর তার পর থেকেই থেকেই সমাজমাধ্যমে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিল্পীর অনুরাগীরা।
এই মুহূর্তে কনসার্টের জন্য ভারতে রয়েছেন এড। শনিবার বেঙ্গালুরুতে তিনি কনসার্ট করেন। রবিবার সন্ধ্যায় বেঙ্গালুরুতে দ্বিতীয় অনুষ্ঠানে করবেন শিল্পী। তার আগে সকালে চার্চ স্ট্রিটে হঠাৎই ফুটপাথে গান গাইত দেখা যায় তাঁকে। পরনে সাদা টি শার্ট, হাফ প্যান্ট। গিটার নিয়ে মাইক হাতে ‘শেপ অফ ইউ’ গানটি গাইতে শুরু করেন শিল্পী। তার পরেই সেখানে ভিড় জমা হতে শুরু করে। উপস্থিত মানুষ শিল্পীর গানের সঙ্গে গলা মেলাতে শুরু করেন।
দিব্য চলছিল চমকপ্রদ সঙ্গীতানুষ্ঠান। কিন্তু তাল কাটে পুলিশ। হঠাৎই তারা এসে অনুষ্ঠান বন্ধ করে দেয়। এমনকি মাইকের তারও খুলে নেয়। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। এর পরেও এডকে খালি গলায় কিছু ক্ষণ গান গাইতে শোনা যায়।

রাস্তায় এড শিরানের গান থামিয়ে দিল বেঙ্গালুরু পুলিশ। ছবি: সংগৃহীত।
অনুরাগীদের একাংশের মতে, পুলিশ এডকে চিনতে পারেননি। তাই তাঁরা অনুষ্ঠানে বাধা দেয়। অন্য একাংশ দাবি করেছেন, রাস্তায় অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় অনুমতি ছিল না। তাই পুলিশ তাদের যথার্থ কাজই করেছে। তবে পাশাপাশি, কেউ কেউ দাবি করেছেন, কোনও শিল্পীকে গান গাইতে এই ভাবে পুলিশের বাধা দেওয়া উচিত নয়। যদিও এই প্রসঙ্গে এড নিজে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।
গত বছর ভারতে কনসার্টে বিপুল সাড়া পেয়েছিলেন। চলতি বছরেও ভারতে অনুষ্ঠান করতে এসেছেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। অনুষ্ঠানের টিকিট নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। বেঙ্গালুরুর পর শিলং এবং দিল্লিতে কনসার্ট করবেন এড।