Advertisement
E-Paper

রাম কপূরের ওজন ঝরানো নিয়ে কটাক্ষ করেছিলেন! বিতর্কের মাঝে সত্যি জানালেন একতা কপূর

মার্চ মাসে একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছিলেন একতা কপূর। তার থেকেই শুরু হয় যাবতীয় বিতর্ক। সত্যিই রাম কপূরের বিরুদ্ধে ভিডিয়ো তৈরি করেছিলেন তিনি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৮
Ektaa Kapoor denies taking a dig at Ram Kapoor\\\'s weight loss transformation

এ বার কি একতার নিশানায় রাম? —ফাইল চিত্র।

রাম কপূর আর একতা কপূরের মধ্যে ঠান্ডা লড়াই! অভিনেতা রামের ওজন ঝরানো নিয়ে অনেক কথা হয়েছে। সম্প্রতি একতার একটি ভিডিয়োকে কেন্দ্র করে তৈরি হয় বিতর্ক। সেখানে ওজন নিয়ে তাঁর মন্তব্যে অনেকেই ধরে নেন, পরোক্ষে রামকেই খোঁটা দিয়েছেন একতা। এ বার সেই বিতর্কেই মুখ খুললেন একতা।

মার্চ মাসে একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছিলেন একতা। যেখানে তাঁকে বলতে শোনা যায়, “আমি কী করব? ওজন বেড়ে গিয়েছে। ওজ়েম্পিক করব? অন্য কোনও ডায়েট অনুসরণ করব?” এই ভিডিয়ো দেখে পাল্টা আরও একটি ভিডিয়ো তৈরি করেছিলেন রামের স্ত্রী গৌতমী কপূর। যে ভিডিয়োয় স্পষ্ট তাঁর নিশানায় ছিলেন একতা। এ বার সেই বিতর্কেই মুখ খুললেন প্রযোজক।

একতা জানিয়েছেন, রামের ওজন ঝরানো সম্পর্কে তাঁর কোনও ধারণা নেই। তিনি বলেন, “আমার ধারাবাহিকের নতুন সিজ়ন আসছে। যেখানে মেয়েটির ওজন বেশি দেখানো হচ্ছে। এই গল্পের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে, ওজন নিয়ে যাঁরা বেশি ভাবেন, তাঁরা যেন এই চিন্তা মাথা থেকে বার করে দেন। সেখানে কেন রামের প্রসঙ্গ উঠছে সেটাই বুঝতে পারছি না। কাউকে কটাক্ষ করার জন্য আমি ভিডিয়ো তৈরি করিনি। সম্পূর্ণ ভুল ধারণা তৈরি হয়েছে।”

Ekta Kapoor Ram Kapoor Bollywood Gossip
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy