রাম কপূর আর একতা কপূরের মধ্যে ঠান্ডা লড়াই! অভিনেতা রামের ওজন ঝরানো নিয়ে অনেক কথা হয়েছে। সম্প্রতি একতার একটি ভিডিয়োকে কেন্দ্র করে তৈরি হয় বিতর্ক। সেখানে ওজন নিয়ে তাঁর মন্তব্যে অনেকেই ধরে নেন, পরোক্ষে রামকেই খোঁটা দিয়েছেন একতা। এ বার সেই বিতর্কেই মুখ খুললেন একতা।
মার্চ মাসে একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছিলেন একতা। যেখানে তাঁকে বলতে শোনা যায়, “আমি কী করব? ওজন বেড়ে গিয়েছে। ওজ়েম্পিক করব? অন্য কোনও ডায়েট অনুসরণ করব?” এই ভিডিয়ো দেখে পাল্টা আরও একটি ভিডিয়ো তৈরি করেছিলেন রামের স্ত্রী গৌতমী কপূর। যে ভিডিয়োয় স্পষ্ট তাঁর নিশানায় ছিলেন একতা। এ বার সেই বিতর্কেই মুখ খুললেন প্রযোজক।
আরও পড়ুন:
একতা জানিয়েছেন, রামের ওজন ঝরানো সম্পর্কে তাঁর কোনও ধারণা নেই। তিনি বলেন, “আমার ধারাবাহিকের নতুন সিজ়ন আসছে। যেখানে মেয়েটির ওজন বেশি দেখানো হচ্ছে। এই গল্পের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে, ওজন নিয়ে যাঁরা বেশি ভাবেন, তাঁরা যেন এই চিন্তা মাথা থেকে বার করে দেন। সেখানে কেন রামের প্রসঙ্গ উঠছে সেটাই বুঝতে পারছি না। কাউকে কটাক্ষ করার জন্য আমি ভিডিয়ো তৈরি করিনি। সম্পূর্ণ ভুল ধারণা তৈরি হয়েছে।”