তথ্যপ্রযুক্তি নয়, অন্য কোথাও নয়, আবার অভিনয়ের জগতেই ফিরে আসতে চান প্রাক্তন মিস ইউনিভার্স খেতাবজয়ী অভিনেত্রী তনুশ্রী দত্ত। সে জন্য ১৭ কিলো বাড়তি মেদ ঝরিয়ে ফেলেছেন ইতিমধ্যেই। সদ্য পোস্ট করা একাধিক ছবিতে তাঁকে আগের মতোই তরতাজা এবং ছিপছিপে দেখাচ্ছে। হঠাৎ তাঁর পরিবর্তন দেখে আশায় বুক বাঁধছেন ভক্তরাও। আবার কি তবে পর্দায় দেখা যাবে ‘আশিক বনায়া আপনে’-র উষ্ণ নায়িকাকে?
তনুশ্রী পেশায় মডেল থেকে অভিনেত্রী, যেমনটি আরও অনেক তারকারই জীবনের গ্রাফ। বলিউডে পর পর কাজের প্রস্তাব পেতেন তিনিও। কিন্তু হঠাৎ দেশ ছেড়ে পাড়ি দেন মার্কিন মুলুকে। কারণ হিসেবে জানিয়েছিলেন, ইন্ডাস্ট্রিতে কিছু মানুষের আচরণে তিনি ক্ষুব্ধ হয়েছেন। তার পর তথ্যপ্রযুক্তি নিয়ে পড়াশোনার শেষে আমেরিকায় চাকরির প্রস্তাব পান। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রকের সরকারি চাকরি জুট যায়। তবু শেষমেশ মন টিকল না অভিনেত্রীর।