শুধু ইরা, জ়ুনেইদ বা আজ়াদ নয়। আমির খানের রয়েছে আরও এক সন্তান। বিস্ফোরক দাবি আমিরের ভাই ফৈজ়ল খানের। বহু বছর ধরে তাঁকে ঘিরে তৈরি হয়েছিল রহস্য। অবশেষে মুখ খুলেছেন তিনি। দিনের পর দিন তাঁকে মানসিক ভারসাম্যহীন প্রমাণ করার চেষ্টা করেছে পরিবার। সোমবার সাংবাদিক বৈঠকে এই অভিযোগও করেছেন ফৈসল।
ফৈজ়ল জানিয়েছেন, জেসিকা হাইনস নামে এক মহিলার সঙ্গে সম্পর্কে ছিলেন আমির। বিয়ে করেননি তাঁরা। কিন্তু তাঁদের একটি সন্তানও রয়েছে। বলি তারকার ভাই বলেছেন, “পরিবারের উপর আমার রাগ হয়েছিল। তখন ওদের একটি চিঠি লিখে পাঠিয়েছিলাম। ওরা আমাকে বার বার বিয়ে করে নিতে বলত। খুবই চাপ দেওয়া হয়েছিল আমাকে।”
পরিবারে ভাইবোনদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন ফৈজ়ল। চিঠিতে তিনি জানতে চেয়েছিলেন, কেন বোন নিখাত তিন বার বিয়ে করলেন? ভাই আমিরের সম্পর্কে এর পরেই বিস্ফোরক দাবি ফৈজ়লের, “ও রিনার সঙ্গে বিবাহবিচ্ছেদ করল। তার পরে জেসিকা হাইনস নামে এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়াল। বিয়ে না করেও ওদের একটা সন্তান রয়েছে। এই সব আমি সেই চিঠিতে লিখেছিলাম। তত দিনে অবশ্য ও কিরণের সঙ্গে থাকতে শুরু করে দিয়েছে।”
আরও পড়ুন:
শুধু ভাই নয়, মাকে নিয়েও বড় অভিযোগ ফৈজ়লের। তিনি বলেছেন, “আমার মা-ও দু’বার বিয়ে করেছেন। তুতো বোন দু’বার বিয়ে করেছেন। তাই পরিবারকে বলেছিলাম, ‘আমাকে কেন চাপ দেওয়া হচ্ছে।’ রাগ হয়েছিল বলে আমি গালিগালাজও করে ফেলেছিলাম ওদের। আসলে সত্য সবসময়ই তিক্ত হয়। তাই ওরা আমাকে পাগল প্রমাণ করতে উঠেপড়ে লেগেছিল। আমাকে পাগল বলে ঘোষণাও করে দেওয়া হয়।” এত বছর পরে ফৈজ়লের দাবি, পরিবারের অন্দরের রাজনীতির জন্যই আজ তাঁর এই অবস্থা। সেই কারণে পরিবারের সঙ্গে আর কোনও যোগাযোগও রাখেননি তিনি।