মুফতি আনাস সইদকে বিয়ে করে ধর্মে মন দিয়েছিলেন সানা খান। আর তার পর থেকেই নিজের মধ্যে বড় বদল লক্ষ করেছেন অভিনেত্রী। ক্রমশ কয়েকজন মানুষকে চিনতে শিখেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে মনের কথা খুলে বললেন প্রাক্তন অভিনেত্রী।
২০২০ সালে দীর্ঘ কর্মজীবনে ইতি টানেন সানা। মৌলবী ও ইসলাম ধর্মের চর্চাকারী মুফতি আনাসকে বিয়ে করে ঘোষণা করেছিলেন, এ বার তিনি কেবল ধর্মের পথেই মন দিতে চান এবং মানবিকতার পরিষেবায় নিজেকে উৎসর্গ করতে চান। তবে এই ঘোষণা করার পর থেকেই বিনোদনজগতের বন্ধুদের হারাতে শুরু করেন সানা। তাঁর কথায়, “লোকজন আমার সঙ্গে দূরত্ব বজায় রাখতে শুরু করে। ক্রমশ আমি বুঝতে পারি, এগুলো তো মিথ্যে সম্পর্ক ছিল। কারণ এঁরা সত্যিকারের বন্ধু হলে, আমি যেমনই হই না কেন, আমার পাশে থাকতেন। আমাকে ভুলে যেতেন না।”
আরও পড়ুন:
একসময়ে ‘বিগ বস্’-এও নজর কেড়েছিলেন সানা খান। ছোটপর্দা ও বড়পর্দা দুই ক্ষেত্রেই বন্ধু ছিল। কিন্তু ইন্ডাস্ট্রি ছে়ড়ে বেরিয়ে আসার পরে তাঁরা আর কোনও খোঁজ রাখেননি সানার।
মুফতি আনাসের সঙ্গে বিয়ে নিয়েও কথা বলেন সানা। “আমাদের বিয়ে যখন ঠিক হয়েছিল, তখন বিষয়টা আমরা একেবারে গোপন রেখেছিলাম। আমার মা ও বাবা ছাড়া আর কেউ জানতেন না। কেউ পাত্রের নাম পর্যন্ত জানতেন না। মেহন্দি শিল্পী জানতে চেয়েছিলেন, আমার হাতে কী নাম লিখবেন। তাঁকেও আমি নাম বলিনি।” বলেন সানা। এর পরেই তাঁর জীবনে পরিবর্তন আসতে থাকে এবং তিনি একটা অন্য মানুষ হয়ে ওঠেন। নিজেই জানিয়েছেন সানা।