পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ করেছে ভারত সরকার। যদিও এ বার শুধুই রাজনৈতিক স্তরে সীমাবদ্ধ না থেকে বিনোদন জগতের তারকাদের প্রতি কঠোর হল ভারত। পাকিস্তানি তারকাদের ভারতে নিষিদ্ধ করা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন নাগরিকদের একাংশ। এ বার ভারতে চর্চিত ও জনপ্রিয় পাকিস্তানি তারকা হানিয়া আমির, মাহিরা খান, আতিফ আসলাম, আলি জ়াফরদের বিরুদ্ধে করা হল কড়া পদক্ষেপ। আর কোনও ভাবে ভারতীয়েরা খুঁজে না পাবেন না তাঁদের ভার্চুয়াল দুনিয়ায়।
আরও পড়ুন:
ভারতে পাকিস্তানি তারকাদের অনুরাগীর সংখ্যা কম নয়। এ বার মাহিরা খান, সজল আলি, হানিয়া আমির, আলি জ়াফরদের সমাজমাধ্যম অ্যাকাউন্টগুলি এ দেশে নিষ্ক্রিয় করে দেওয়া হল। তাঁদের সমাজমাধ্যমের পাতায় গেলে দেখা যাচ্ছে, ‘‘এই অ্যাকাউন্টগুলি ভারতে সক্রিয় নেই।’’ যদিও পাকিস্তানি অন্য তারকা ফাওয়াদ খান, আতিফ আসলামদের সমাজমাধ্যমের পাতা এখনও পর্যন্ত সচল রয়েছে ভারতে।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতের পাকিস্তানি শিল্পীদের কাজ করা নিয়ে আপত্তি জানিয়েছেন জাভেদ আখতারের মতো মানুষও। জাভেদ বলেছেন, “আমার প্রথম প্রশ্নই হল, পাকিস্তানি শিল্পীদের কি সত্যিই অনুমতি দেওয়া উচিত? আসলে সম্পর্কটা সব সময়ে একপাক্ষিক থেকে গিয়েছে। নুসরত ফতে আলি খান, গুলাম আলি, নূর জাহানদের ভারতে অভ্যর্থনা জানানো হয়েছে। বিখ্যাত কবি ফয়েজ় আহমেদ ফয়েজ় পাকিস্তানের মানুষ। কিন্তু তিনি যখন অটল বিহারী বাজপেয়ীর শাসনের সময়ে ভারতে এসেছিলেন, তাঁকে সম্মান জানানো হয়েছিল। এই উষ্ণ অভ্যর্থনা ওদের (পাকিস্তানি) পক্ষ থেকে কখনও পাওয়া যায়নি।”