১৯৯১ সাল। ‘দিল অ্যাশনা হ্যায়’ ছবির পরিচালনার কাজ করছেন হেমা মালিনী। জিতেন্দ্র, মিঠুন চক্রবর্তী, দিব্য ভারতী, ডিম্পল কপাডিয়ার মতো তারকাদের পাশাপাশি হেমা মালিনী সে বার ডেকে নিলেন এক নতুন মুখ— শাহরুখ খান।
এক সঙ্গে পাঁচটি ছবির প্রস্তাব পেয়েছিলেন তরুণ শাহরুখ। তবে হেমার ছবিতেই প্রথম কাজ। সেই ছবি করতে করতেই যে তাঁর মুম্বইকে ভাললেগে যাবে, কে জানত!
এক সাক্ষাৎকারে বাদশা জানান, শ্যুটিং চলাকালীন হেমা তাঁর চুল আঁচড়ে দিয়েছিলেন এক বার। ডেকে বলেছিলেন, ‘‘তোমাকে মেকআপ করা শিখতে হবে। ফিটফাট থাকতে হবে।’’