গত বছরের জানুয়ারিতে বড় দুর্ঘটনায় বাঁ হাতে আঘাত পান। বেশ কয়েকটি সেলাই পড়েছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মাধুরিমা চক্রবর্তীর। সেই সময় তিনি ‘বঁধুয়া’ ধারাবাহিকে অভিনয় করছিলেন। ওই অবস্থাতেও তিনি শুটিং বন্ধ করেননি। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই সোজা পৌঁছে গিয়েছিলেন সেটে।
কাঁধে ক্ষত মাধুরিমার! ছবি: সংগৃহীত।
প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি হল। মাধুরিমা ফের জখম। এ বার বাঁ কাঁধে আঘাত পেয়েছেন তিনি। আনন্দবাজার ডট কম যোগাযোগ করতেই তিনি বলেছেন, “আবারও দুর্ঘটনা। বাঁ কাঁধে আমার একটি ট্যাটু আছে। তার উপরেই ক্ষত। অনেকটা ফুলে গিয়েছে। হাত নাড়াতে কষ্ট হচ্ছে।” একই হাতের উপরে দু’বার আঘাত পাওয়ায় তিনি একটু কাবু। মাধুরিমা এই মুহূর্তে ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’র শুটিংয়ে ব্যস্ত। কিন্তু তিনি সেটে যেতে পারেননি। বিশ্রামে রয়েছেন।
আরও পড়ুন:
অভিনেত্রী এ প্রসঙ্গে আরও জানিয়েছেন, ট্যাটুর উপরে ক্ষত হওয়ায় কেউই প্রথমে বুঝতে পারেননি। ক্ষত যে গভীর সেটা তিনিও টের পেয়েছেন হাসপাতালে গিয়ে। এ বারেও সেলাই পড়েছে। অভিনেত্রীর কথায়, “পর পর একই হাতে দুর্ঘটনা ঘটায় এ বার মানসিক ভাবে একটু বিপর্যস্ত। মনের জোর যেন একটু টলে গিয়েছে। তাই নিজেকে শুটিং থেকে সরিয়ে নিয়েছি।” দিন দুই বিশ্রাম নিলেই আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবেন, আশা তাঁর।