এমন আদুরে ভঙ্গিতে ঠোঁট ফুলিয়ে কেউ বায়না করতে দেখেছেন কি ত্রিধা চৌধুরীকে?
ত্রিধার আদুরে চেহারায় নেটমাধ্যম আপ্লুত। কারণ, তাঁর আবদার করার চেহারা কখনও সামনে আনেননি ত্রিধা। সম্প্রতি এক আকর্ষণীয় ছবি প্রকাশ করলেন মডেল-অভিনেত্রী!
বুধবার আনন্দবাজার অনলাইনের কাছে ত্রিধা চৌধুরীকে নিয়ে প্রথম মুখ খুলেছিলেন নুসরত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈন। তিনি জানিয়েছিলেন, স্কুল জীবন থেকে ত্রিধা ও নিখিল ভাল বন্ধু। অন্য দিকে, অন্য এক সংবাদমাধ্যমকে ত্রিধা বলেছিলেন ‘নিখিলকে বলেছি, খুব দৃঢ়তার সঙ্গে ও এই সময়টা পেরিয়ে যাবে।’