ইন্ডি ওয়েব সিরিজ ‘রেস্ট ইন প্রেম’-এর বিরুদ্ধে ন্যুডিটি, অপসংস্কৃতির নালিশ। সেই সব বাধা কাটিয়ে প্রথম সিজনের পঞ্চম পর্ব হইহই করে চলছে ইউটিউবে।জানালেন সিরিজের মুখ্য অভিনেতা সায়ন ঘোষ ।
রিসেপশনে সৃজিত-অনির্বাণ-রুদ্রনীল ‘টুম্পা' গানের সঙ্গে নেচেছেন। জানেন?
সায়ন: দারুণ ব্যাপার। শুনে ভাল লাগছে।
ইউটিউবের সঙ্গে সমস্ত ঝামেলাও মিটে গিয়েছে?
সায়ন: একদম। অভিযোগ ছিল, ‘রেস্ট ইন প্রেম’ ওয়েব সিরিজের দ্বিতীয় পর্বের শেষ দৃশ্যে নাকি ন্যুডিটি দেখানো হয়েছে। সিরিজ রাতারাতি টেক ডাউন করা হয়েছিল ইউটিউব থেকে। তার পর কিছু মেল চালাচালি হয়। ওরা আবার ভিডিয়ো ফিরিয়ে দিয়েছে। আমাদের লড়াইও শেষ।
শোনা যাচ্ছিল এক বা একাধিক প্রযোজনা সংস্থার নাকি হাত ছিল এর পিছনে?
সায়ন: আমরা এটুকু বলতে পারি, কোনও ভেরিফাইড সংস্থা স্ট্রাইক দিয়ে বন্ধ করে দিয়েছিল। সেটা কে বা কারা? জানি না। ইউটিউব কর্তৃপক্ষ থেকে জানার চেষ্টা করেছি। আমাদের জানানো হয়নি। তাই কোনও বিশেষ প্রযোজক সংস্থার প্রতি আমাদের কোনও অভিযোগ নেই। এমনও হতে পারে, কোনও বড় ইউটিউব চ্যানেল এর পিছনে রয়েছে।
হঠাৎ একদম ফ্রি-তে দর্শকদের দেখাতে একটা সিরিজ বানালেন কেন?
সায়ন:নিজেদের প্রমাণ করতে। আমরা বহুবার বহু জায়গায় দাঁড়িয়ে বহু প্রোজেক্ট জমা দিয়েছি। বারবার শুনতে হয়েছে, অমুককে নয় তমুককে নিতে হবে। কিছু জায়গা বদলাতে হবে। একটা সময় নিজেদের কাছেই মনে হল, আমরা কি তাহলে ভুল? শেষে তথাকথিত ‘মিডল ম্যান’ ছাড়াই নিজেদের যাচাই করতে এই পদক্ষেপ।