এক জন যেন জালে আটকে পড়া মাছ! অন্য জন যেন জেলে। মাছ ধরতে ব্যস্ত। মাঝ রাতে মশারি জড়িয়ে সাত্যকি-ঊর্মির ঘনিষ্ঠতা এমনই উপমা হাজির করল দর্শকদের সামনে। এবং সে কথা ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে শোনাও গিয়েছে। সংলাপ হিসেবে বলেছে ধারাবাহিকের নায়ক-নায়িকা সাত্যকি-ঊর্মি! তাদের চোখমুখ আরও বলছে, মশারির জালে জড়িয়েই বুঝি প্রেম এল অবশেষে।
দাদুর ইচ্ছায় বিয়ে। তবু একে অন্যকে পছন্দই করে সাত্যকি-ঊর্মি। মাঝরাতের মশারি অভিযানে সে কথা স্পষ্ট। বিয়ে, ফুলশয্যার পর নতুন দাম্পত্য শুরু তাদের। যদিও তাতে সতীন কাঁটা হয়ে বিঁধছে রিনি। দু’জনের রাতের টক-মিষ্টি-ঝাল খুনসুটিতেও তার ছায়া!