Advertisement
২১ এপ্রিল ২০২৪
Koushik Sen

Godhuli Alap: ‘গোধূলি আলাপ’- এর হিন্দি রূপান্তরে কৌশিক সেনের ভূমিকায় কে আসছেন?

রেটিংয়ে ছাপ না ফেললেও দর্শকদের প্রিয় ধারাবাহিক ‘গোধূলি আলাপ’। তারই হিন্দি রূপান্তর ‘উমর কি সীমা’। কৌশিক সেনের ভূমিকায় কে?

রাজের ‘গোধূলি আলাপ’ কি এ বার হিন্দিতে?

রাজের ‘গোধূলি আলাপ’ কি এ বার হিন্দিতে?

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ জুন ২০২২ ১৫:৪১
Share: Save:

মাত্র ৯৬ পর্বেই বড় চমক রাজ চক্রবর্তী প্রযোজিত ধারাবাহিক ‘গোধূলি আলাপ’-এর। টেলিপাড়ার খবর, স্টার ভারত চ্যানেলে রাজ চক্রবর্তী প্রযোজিত এই ধারাবাহিকের হিন্দি রূপান্তর আসছে। নাম ‘উমর কি সীমা’। খবর ছড়াতেই অনুরাগীরা কৌতূহলী। তাঁদের প্রিয় কৌশিক সেন ওরফে ‘অরিন্দম রায়’-এর ভূমিকায় কাকে দেখা যাবে? জানা গিয়েছে, ইকবার খান নাকি এই চরিত্রে অভিনয় করতে চলেছেন। প্রযোজনায় অতুল কেতকার।

আনন্দবাজার অনলাইনের থেকেই এই খবর প্রথম জেনেছেন প্রযোজক-পরিচালক। তাঁর কথায়, ‘‘এখনও এ রকম কোনও খবর আমার কানে আসেনি। ঘটনা সত্যি হলে খুব খুশি হব।’’ হিন্দি রূপান্তরে স্বাভাবিক ভাবেই গল্পের কিছু বদল ঘটানো হচ্ছে। আইনজীবী নয়, ইকবালকে দেখা যাবে দাপুটে ব্যবসায়ী হিসেবে। যিনি সারা ক্ষণ দেবী লক্ষ্মীর আরাধনায় মগ্ন। তাই সময়ে সাতপাক ঘোরা হয়নি। দেরিতে হলেও গাঁটছড়া তাঁরও বাঁধা হবে। যদিও পাত্রী তাঁর থেকে অনেক ছোট। ঘটনাচক্রে এই বিয়েই কি রাজযোটক হবে? সবটাই জানাবে ‘উমর কি সীমা’।

স্টার ভারত চ্যানেলে রাজ চক্রবর্তী প্রযোজিত এই ধারাবাহিকের হিন্দি রূপান্তর আসছে। নাম ‘উমর কি সীমা’।

স্টার ভারত চ্যানেলে রাজ চক্রবর্তী প্রযোজিত এই ধারাবাহিকের হিন্দি রূপান্তর আসছে। নাম ‘উমর কি সীমা’।

বাংলা ধারাবাহিকে কমবয়সী চরিত্রের নাম ‘নোলক’। অভিনয়ে সোমু সরকার। হিন্দিতে কাকে দেখা যাবে? আপাতত সেই নিয়েই চলছে জল্পনা। এখনও ধারাবাহিকের প্রচার ঝলক শ্যুট হয়নি। খবর, আগামী মাসে প্রচার ঝলক দিয়েই শ্যুট শুরু হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Koushik Sen Raj Chakraborty Godhuli Alap
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE