প্রায়ই শোনা যায়, কন্নড় ইন্ডাস্ট্রিতে নাকি রশ্মিকা মন্দানা নিষিদ্ধ। যে ইন্ডাস্ট্রি তাঁকে অভিনয়জীবনে সুযোগ করে দিল, সেই ভাষার ছবি থেকে কেন দূরে গেলেন অভিনেত্রী? তিনি কি সত্যিই কন্নড় ছবিতে কাজ করার অনুমতি পান না? সম্প্রতি এই বিষয়ে নিজেই মুখ খুললেন তিনি। খোলসা করলেন সবটা। কী জানালেন রশ্মিকা?
রশ্মিকা এখন ‘প্যান-ইন্ডিয়া’ তারকা। কন্নড় ছবি ‘কিরিক পার্টি’ দিয়ে অভিনয় শুরু করেন। তার পর তামিল, তেলুগু, হিন্দি— নানা ভাষায় কাজ করেছেন। কিন্তু, বহু বছর হয়ে গেল, আর কোনও কন্নড় ছবিতে দেখা যায় না তাঁকে। ওই ইন্ডাস্ট্রি থেকে কি দূরত্ব তৈরি করেছেন অভিনেত্রী? সম্প্রতি, কন্নড় ছবি ‘কান্তারা চ্যাপ্টার ১’ মুক্তি পাওয়ার পর সেই নিয়েও কোনও কথা বলতে শোনা যায়নি অভিনেত্রীকে। অবশেষে মুখ খুললেন অভিনেত্রী। তাঁর কথায়, “দেখুন, বিষয়টা হচ্ছে— ছবিটা মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই আমার দেখা হয়ে ওঠেনি। কিন্তু, সম্প্রতি আমি দেখেছি ছবিটা, ওঁদের (‘কান্তারা’ নির্মাতা) বার্তাও পাঠিয়েছি। ওঁরা ধন্যবাদ জানিয়ে উত্তরও দিয়েছেন।”
আরও পড়ুন:
তা হলে, কন্নড় ইন্ডাস্ট্রি থেকে নিষিদ্ধ হওয়ার খবর কি নেহাতই রটনা? অভিনেত্রীর কথায়, “ইন্ডাস্ট্রির অন্দরে কী ঘটছে সেটা তো সাধারণ মানুষ জানেন না। ঈশ্বর জানেন, আমরা নিজেদের ব্যক্তিগত জীবনে ক্যামেরা লাগিয়ে রাখতে পারি না। তা ছাড়া আমাদের ব্যক্তিগত মেসেজ আমরা অনলাইনে ভাগ করার মতো মানুষ নই। ফলে, কারও ব্যক্তিগত জীবন নিয়ে কে কী মন্তব্য. করল তাতে কিছু যায়- আসে না। কিন্তু, ওঁরা আমাদের কর্মজীবন সম্পর্কে যা মন্তব্য করেন, তা শুনি এবং সেই অনুযায়ী ঠিক করার চেষ্টা করি।” এর পর অভিনেত্রী সরাসরি বলেন, “এখনও পর্যন্ত ওই ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ হইনি।”