মাথায় গেরুয়া পাগড়ি। লম্বা চুল। গেরুয়া উত্তরীয়, সাদা পোশাক। সব মিলিয়ে বৈরাগীর সাজে শিল্পী রূপঙ্কর বাগচী। মঙ্গলবার সেই সাজ তাঁর নেটমাধ্যমের পাতায় ঘুরতেই ভাইরাল। ছবির সঙ্গে মানানসই মন্তব্যও করেছেন তিনি, ‘বারে বারে আসা আর হবে না’। সেই মন্তব্য পড়ে কৌতূহল বাড়িয়েছে নেটাগরিকদের।
কী বলতে চাইছেন জাতীয় পুরস্কার পাওয়া গায়ক? রূপঙ্করকে ফোনে পাওয়া যায়নি। তবে টেলিপাড়া সূত্রে খবর খুব শিগগিরিই নাকি তাঁকে স্টার জলসার ভক্তিমূলক ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’-এর একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সেই চরিত্রের মুখের গানও গাইবেন তিনিই। ছবির ভাব বোঝাতে গিয়ে শিল্পী ভবা পাগলার একটি গানের পংক্তি ব্যবহার করেছেন। যার সঙ্গে বর্তমান পরিস্থিতি কাকতালীয় ভাবে মিলে গিয়েছে। সব মিলিয়ে তাই নেটমাধ্যমে এত শোরগোল।