Advertisement
০৪ ডিসেম্বর ২০২৩
Khelna Bari

আগুনের মধ্যে থেকে বেরিয়ে এল ইন্দ্রর প্রাক্তন স্ত্রী, ‘টিআরপি’ যুদ্ধে এগিয়ে থাকার নতুন ফন্দি?

‘খেলনা বাড়ি’ জি বাংলার জনপ্রিয় সিরিয়াল। সামনে আসতে চলেছে গল্পের নতুন মোড়।

Is Zee Bangla serial Khelna Bari going turn as horror story

তবে কি ভূত হয়ে ফিরে আসছে ইন্দ্রর প্রাক্তন? ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৫৯
Share: Save:

মিতুল-ইন্দ্রর যুদ্ধ জারি। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘খেলনা বাড়ি।’ সিরিয়ালে নায়ক এবং নায়িকার যুদ্ধের দৃশ্য দেখে অভ্যস্ত দর্শক। এমনিতেই ত্রিকোণ সম্পর্কের জেরে দড়ি টানাটানি কাণ্ড চলছেই। এ বার প্রকাশ্যে সিরিয়ালের নতুন প্রোমো। যা দেখে দর্শকের মিশ্র প্রতিক্রিয়া। এমনিতেও টিআরপি তালিকায় তাঁদের নম্বর ওঠাপড়া করতেই থাকে।

মাঝে টিআরপি তালিকায় এক নম্বরে উঠে এসেছিল ‘খেলনা বাড়ি’। পরে অবশ্য ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালকে টেক্কা দেওয়া বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই কি এই নতুন মোড়? দেখা যাচ্ছে, বন্ধ ঘরে আগুনের মধ্যে আটকে গিয়েছে মিতুল। এমনিতেই ইন্দ্রর প্রাক্তন স্ত্রীকে ঘিরে তৈরি হয়েছে বিপুল সমস্যা। যে চরিত্রে অভিনয় করছেন মিশমি দাস।

এ বার নতুন প্রোমোতে দেখা যাচ্ছে ওই আগুনের মধ্যে থেকে বেরিয়ে আসছে ইন্দ্রর প্রাক্তন স্ত্রী। তবে কি দ্বৈত চরিত্রে দেখা যাবে মিশমিকে? প্রোমো বলছে অন্য কথা। অনেকেই ভাবছেন, তবে কি ভূত হয়ে ফিরে আসছে ইন্দ্রর প্রাক্তন?

না, সে সব কিছুই প্রকাশ্যে আসেনি। ‘টিআরপি’ প্রতিযোগিতায় নিজেদের জায়গা ধরে রাখতে যে টিম ‘খেলনা বাড়ি’ খুব চেষ্টা করছে, গল্পের নতুন মোড় অনেকটা এমনই আভাস দেয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE