দিদির বিবাহবিচ্ছেদ হচ্ছে, না কি সুখে সংসার করছেন তিনি। মুখে কুলুপ এঁটে রেখেছিলেন করিনা কপূর। কিছু দিন আগেই মৃত্যু হয়েছে করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয় কপূরের। গলায় মৌমাছি আটকে হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। সেই মৃত্যু নিয়ে জলঘোলা চলছে এখনও। এর মধ্যেই উঠে আসছে করিশ্মা ও সঞ্জয়ের ব্যক্তিগত জীবনের ঘটনা।
বরাবরই দুই বোন লোলো ও বেবোর মধ্যে সম্পর্ক আলোচনায় উঠে আসে। যে কোনও সমস্যায় পরস্পরের পাশে থাকেন তাঁরা। এমনই এক খারাপ সময় এসেছিল করিশ্মার জীবনে। তখন ২০১৬, করিশ্মা ও সঞ্জয়ের জীবনে চলছিল জোর চাপানউতর। বিবাহবিচ্ছেদ নিয়ে বি-টাউনে জল্পনা ও গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। দিদির সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল করিনাকেও। কিন্তু তা-ও মুখে কুলুপ এঁটে রেখেছিলেন বেবো।
করিশ্মার বাবা রণধীর কপূর বিষয়টি নিয়ে কথা বলতে দু’বার ভাবেননি। কিন্তু বেবো ছিলেন অনড়। কিছুতেই মুখ খোলেননি তিনি। দীর্ঘ দিন পরে বিষয়টি থিতু হয়ে যাওয়ার পরে অল্প কথায় উত্তর দিয়েছিলেন তিনি।
আরও পড়ুন:
বেবো তাঁর নাটকীয় অভিব্যক্তির জন্য জনপ্রিয় অনুরাগীদের মহলে। কিন্তু দিদির ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে কোনও নাটকীয়তার আশ্রয় নেননি তিনি। করিনা শুধুই বলেছিলেন, “এটা খুবই ব্যক্তিগত বিষয়। আমি এবং করিশ্মা এই নিয়ে কোনও কথাই বলিনি। আমি কী ভাবে আমার দিদির পাশে থাকব, এই নিয়ে অন্য কারও ভাবার কথাই নয়।”
মার্জিত ভাবে করিনা আরও বলেছিলেন, “করিশ্মা একজন তারকা, তাই ওকে নিয়ে মানুষ এত চিন্তিত, এটা দেখে খুব ভাল লাগছে। আমি গোটা বিষয়টাকেই খুব সম্মান করি। আবার অনেকে করিশ্মার জীবন নিয়ে পাঁচশো রকম কথা বলছেন। অথচ আসল ঘটনা কিন্তু কেউই জানেন না।”