অবশেষে ওটিটি-তে পা রাখতে চলেছেন করিনা কপূর খান। প্রায় দু’দশক রুপোলি পর্দায় কাজ করছেন বলিউডের বেবো, ওটিটি-তে কবে পা রাখবেন তা নিয়ে জল্পনা ছিলই। এ বার জানা গেল সুজয় ঘোষের ছবি দিয়েই ওটিটি অভিযানে নামবেন করিনা।
জাপানি সাহিত্যিক কিগো হিগাশিনোর উপন্যাস ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’ অবলম্বনে ছবি বানাতে চলেছেন ‘কহানি’ খ্যাত পরিচালক সুজয় ঘোষ। এই ছবিতে করিনার সঙ্গে দেখা যাবে বিজয় বর্মা এবং জয়দীপ আলাওয়াতকে।