কিছু পেশা আছে, যেখানে অনেক সময়েই কাজের নির্দিষ্ট সময় থাকে না। বিনোদনদুনিয়াকেও এত দিন সেই তালিকাভুক্ত রাখা হয়েছিল। এমনই দাবি বলিউডের বহু খ্যাতনামীর। সম্প্রতি দীপিকা পাড়ুকোনের দাবি, এখানেও দিনে আট ঘণ্টা কাজের নিয়ম চালু হোক। এ বার কি তাঁকে সমর্থন করলেন মাধুরী দীক্ষিতও?
খবর, আট ঘণ্টার বেশি কাজ করবেন না বলে সম্প্রতি দীপিকাকে সন্দীপ রেড্ডী বাঙ্গার আগামী ছবি ‘স্পিরিট’ থেকে সরানো হয়েছে। বিষয়টি নিয়ে চর্চা শুরু হতেই বলিউডের খ্যাতনামীরা তাঁদের মতামত রেখেছেন। আলোচনা প্রসঙ্গে উঠে এসেছে অক্ষয়কুমারের কথাও। তিনিও বরাবর আট ঘণ্টার বেশি কাজ করেন না।
এ বার একই প্রসঙ্গে মত জানালেন মাধুরী। তিনি স্পষ্ট বলেছেন, “আমি কাজপাগল। কাজ ছাড়া থাকতে পারি না। দিনে ১২ ঘণ্টাও টানা শুটিং করেছি। কোনও সমস্যা হয়নি। সেই সময়ে কাজের ধারাও এ রকমই ছিল।” তার পরেই তিনি জানিয়েছেন, তার মানে সবাই এই পথে চলবেন বা এ ভাবে কাজ করবেন, তার কোনও মানে নেই। প্রত্যেকের তাঁর ব্যক্তিজীবন এবং কর্মজীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। একই ভাবে, কর্মজীবনের সঙ্গে পারিবারিক জীবনের ভারসাম্য কী ভাবে বজায় রাখবেন, সেই সিদ্ধান্তও অভিনেতা বা অভিনেত্রীর নিজের। তাই তিনি কত ক্ষণ কাজ করবেন বা করতে চান— সেটিও তাঁর উপরেই নির্ভর করছে।
প্রসঙ্গত, এর আগে রানি মুখোপাধ্যায়ও একই বিষয় নিয়ে মতামত জানিয়েছেন। তাঁর বক্তব্য, তাঁকে কেউ কোনও দিন শুটিং নিয়ে কোনও চাপ দেননি। তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করেছেন। পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়ে কাজ এগিয়েছে। তিনি আরও জানিয়েছেন, যে প্রযোজক তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, তাঁর সঙ্গে কাজ করেছেন নায়িকা। মতপার্থক্য তৈরি হলে রানি সেখান থেকে সরে গিয়েছেন।