সম্পর্ক ঘনীভূত হচ্ছে তান্যা মিত্তল ও অমাল মলিকের মধ্যে। এ বার নাকি ‘বিগ বস্’-এর ঘরে অমালকে সটান চুমুই খেয়ে ফেললেন নেটপ্রভাবী।
‘বিগ বস্ ১৯’-এর ঘরে দু’জনের সম্পর্ক নিয়ে প্রায়ই চর্চা চলে। অমালের মনখারাপ হলে, মাথায় হাত বুলিয়ে দেন তান্যা। আবার অমালও তান্যাকে বাহুডোরে বেঁধে নাচেন। এই ঘনিষ্ঠতা নিয়ে দর্শকের কৌতূহলের শেষ নেই। কিন্তু পরস্পরের প্রতি অনুভূতি প্রকাশ করেননি তাঁরা কেউই। এর মধ্যেই ‘বিগ বস্’-এর নতুন প্রতিযোগী মালতী চাহর দাবি করেছেন, একটি ‘টাস্ক’-এর সময়ে নাকি অমালের ছবিতে চুমু খেয়েছেন তান্যা।
ওই খেলায় তান্যার সঙ্গে ছিলেন মালতী। খেলাটি ছিল, অমালের ছবি তৈরি করতে হবে। আর সেই ছবি তৈরি করে তাতেই নাকি চুম্বন করেন তান্যা। দাবি করেছেন মালতী। এখান থেকেই ফের নতুন নাটকীয়তা শুরু ‘বিগ বস্’-এর ঘরে।
উল্লেখ্য, এ বারের ‘বিগ বস্’-এ তান্যা বার বার নজর কাড়ছেন দর্শকের। তিনি দাবি করেছেন, তিনি কোটি কোটি টাকার মালকিন। তাঁর ১৫০ জন দেহরক্ষী রয়েছে এবং ৮০০ জন পরিচারক রয়েছে। এখানেই শেষ নয়, তান্যা জানান, তিনি খাওয়াদাওয়ার ব্যাপেরও খুব খুঁতখুতে। তাঁর দাবি, বিশেষ ধরনের চা-পাতা কিনতে তিনি নাকি দিল্লি যান। সেই চা-পাতা পাওয়া যায় তাজমহলের ঠিক পিছনের বাগানে। সেই বাগানে বসেই নাকি বিশেষ ধরনের চা বা কফি পান করেন তিনি।
অন্য দিকে, অমালও এই প্রতিযোগিতায় যোগ দিয়েছেন বিশেষ উদ্দেশ্য নিয়ে। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে অমাল জানিয়েছিলেন, তিনি বহু কাজ হারিয়েছেন। বলিউডে স্বজনপোষণের জন্য তাঁকে প্রায় একঘরেও করা হয়েছিল। এমনকি নিজের পরিবারের সঙ্গেও তাঁর সম্পর্ক মধুর নয়। অমাল নিজের ভাবমূর্তি ঠিক করতেই এই অনুষ্ঠানে এসেছেন বলে জানা যাচ্ছে।