‘জীবন যতই গুছিয়ে রাখি, ততই পেঁচিয়ে যায়’, লিখেছিলেন মঞ্জুষা। আদতে খোলামেলা, প্রাণবন্ত, স্বপ্ন নিয়ে বেঁচে থাকা মঞ্জুষা আচমকা আত্মহত্যা করবেন শুধু বন্ধু বিদিশার আকস্মিক চলে যাওয়ায়?
এই প্রশ্ন ঘুরছে টলিপাড়ার অন্দরে। আকাশ আট চ্যানেলের কর্ণধার ঈশিতা সুরানা চিনতেন মঞ্জুষাকে। আনন্দবাজার অনলাইন তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘‘মঞ্জুষা খুব ছোট চরিত্রে অভিনয় করেছেন। স্বভাব খুব ভাল ছিল। কাজ করার ইচ্ছেও ছিল। আমাদের চ্যানেলের ধারাবাহিক ‘কাঞ্চি’তে নার্সের চরিত্রে অভিনয় করেছিলেন। অনেক অভিনেত্রী কাজ করতে এসে নানা বায়নাক্কা করেন। মঞ্জুষার তেমন কিচ্ছু ছিল না।’’
মঞ্জুষা নিজেকেও নানা ভাবে উদ্দীপ্ত করতেন। নেটমাধ্যমে এক বার তাঁর জীবনের কথা বোঝাতে একটি টি-শার্ট পরেছিলেন। যেখানে লেখা ছিল, ‘জীবন সহজ হোক, স্বপ্ন বড়।’