Advertisement
১১ মে ২০২৪
Mia Khalifa

কৃষক আন্দোলন নিয়ে প্রিয়াঙ্কা চোপড়াকে আক্রমণ মিয়া খালিফার

মার্কিন পপ গায়িকা রিহানার টুইটের পরেই একে একে আন্তর্জাতিক তারকারা ভারতের এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের মধ্যে পর্ন তারকা মিয়া খালিফাও এক জন।

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং পর্ন তারকা মিয়া খালিফা

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং পর্ন তারকা মিয়া খালিফা

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২১ ১২:৪৭
Share: Save:

টুইট-যুদ্ধ অবিরত। কেবল বদলাচ্ছে পক্ষ-বিপক্ষ। এ বারে দু'প্রান্তে বসলেন দুই আন্তর্জাতিক তারকা। বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং পর্ন তারকা মিয়া খালিফা। কে টুইট করেছেন, না করেছেন, সেই নিয়ে শুরু হল দ্বন্দ্ব। যদিও অন্য পক্ষ এখনও মুখ খোলেননি। কিন্তু তাঁর হয়ে মাঠে নেমেছেন নেটাগরিকরা।
মিয়া খালিফার দাবি, মিসেস জোনাস (প্রিয়াঙ্কা চোপড়া) ভারতের কৃষকদের হয়ে কেন মুখ খুলছেন না! লিখলেন, 'বেইরুট বিস্ফোরণের সময়ে শাকিরা যে ভাবে চুপ ছিলেন, ঠিক সে রকম একটা আমেজ পাচ্ছি, নীরবতা।'
সঙ্গে সঙ্গে মিয়ার কমেন্ট বক্সে হাজির নেটাগরিকরা। তাঁরা জানালেন, মিয়া হয়তো টুইটারে তত বেশি সক্রিয় নন। তাই তিনি জানেন না যে প্রিয়াঙ্কা অনেক দিন আগেই এ বিষয়ে মুখ খুলেছেন। যে তারকারা একদম শুরুর দিকে কৃষকদের পাশে দাঁড়িয়ে ছিলেন, তিনি তাঁদের মধ্যে অন্যতম। কেউ কেউ প্রমাণস্বরূপ প্রিয়াঙ্কার পুরনো টুইট তুলে এনেছেন। দু’মাস আগের সেই টুইটে লেখা, 'কৃষকরা দেশের খাদ্য-যোদ্ধা। তাঁদের দাবি পূরণ করতে হবে।'

টুইট-যুদ্ধ

টুইট-যুদ্ধ

মার্কিন পপ গায়িকা রিহানার টুইটের পরেই একে একে আন্তর্জাতিক তারকারা ভারতের এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের মধ্যে পর্ন তারকা মিয়া খালিফাও এক জন। লিখেছিলেন, 'মানবাধিকার লঙ্ঘন নিয়ে কেউ কোনও কথা বলছে না কেন? দিল্লিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার!' এ ছাড়াও তিনি একটি ছবি পোস্ট করেছিলেন যেখানে দেখা যাচ্ছে এক কৃষক প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে রয়েছেন। প্ল্যাকার্ডে লেখা, 'কৃষক-হত্যা বন্ধ হোক।'

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

priyanka chopra Farmers Agitation Mia Khalifa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE