২০২০ সালকে বিদায় জানালেন অভিনেতা-কমেডিয়ান মীর আফসার আলি। কিন্তু তারই সঙ্গে সুরা, মদিরা, মদ— সব কিছুকে বিদায় জানালেন নাকি তিনি? এমন আভাস পাওয়া গেল তাঁর পোস্টে। বৃহস্পতিবার রাত ১২টা বাজতে না বাজতেই ইনস্টাগ্রামে পোস্ট পড়ল মীরের প্রোফাইলে।
টাটা বাই বাই! ২০২০-কে চিরকালের মতো বিদায় জানিয়ে ‘উল্লাস’ করলেন তিনি। কিন্তু সঙ্গে ভরা মদের বোতলকেও টাটা? নতুন বছরে কি এমনটাই প্রতিজ্ঞা করলেন মীর?
উঁহু, মদকে না, ‘করোনা’কে বিদায় জানালেন তিনি। বলা ভাল, ‘অতিরিক্ত করোনা’কে। আসলে রসিক মীর উপমার সাহায্য নিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে চাইলেন। ‘করোনা’ ব্র্যান্ডের মদের বোতল হাতে নিয়ে ছবি তুললেন তিনি।