সোয়েটার নয়, এই শীতে অন্তর্বাসের শরণাপন্ন হচ্ছেন বলিউডের ফ্যাশন ডিভারা। আবরণের তাপ খুঁজে পাচ্ছেন নিজেকে উন্মু্ক্ত করেই। কিছু দিন আগে দীপিকার জন্মদিনের পার্টিতে ব্রালেট পরে হাজির হয়েছিলেন আলিয়া ভট্ট। রণবীর তো বটেই, তাবৎ বলিউডের চোখ টেনেছিল আলিয়ার ফ্যাশন বোধ। এবার আলিয়ার পথে হেঁটে ব্রালেটকে সৈকত সফরের সঙ্গী করলেন বলিউড অভিনেতা শাহিদ কপূরের গৃহিণী মীরা রাজপুত।
দুই সন্তানের মা মীরা অভিনয় না করুন, সমাজ মাধ্যমে বেশ জনপ্রিয়। তাঁর ফ্যাশন বোধ, স্টাইলিং, রূপচর্চা, শরীরচর্চা সব কিছুই ইনস্টাগ্রামে পোস্ট হতে না হতেই, ভক্তমহলে ভাইরাল হয়। ইনস্টাগ্রামে ২৪ লক্ষ অনুগামী তাঁর। সেই ট্রেন্ডসেটার মীরা, বলিউডের হটেস্ট ট্রেন্ডে গা ভাসাবেন না— তা কি হতে পারে!
মীরাও নিরাশ করেননি। ইনস্টায় পোস্ট করেছেন তাঁর ব্রালেট-ছবি। গোয়ায় এসেছিলেন শাহিদ কাপুরের সঙ্গে ছুটি কাটাতে। সেখানেই রাত্রিকালীন বেড়ানোর পোশাক হিসাবে তিনি অঙ্গে তুলেছেন ব্রালেট।