Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Mithai

TV Serial: জোর টক্কর মিঠাই আর সর্বজয়ার! প্রতিযোগিতায় জায়গা দখল করল রিয়্যালিটি শো

চলতি সপ্তাহেও চ্যানেলের নম্বরে বড় ফারাক। জি বাংলার মোট নম্বর ৬৮০। স্টার জলসা পেয়েছে ৬৪৪। 

মিঠাই এবং সর্বজয়ার টক্কর অব্যাহত।

মিঠাই এবং সর্বজয়ার টক্কর অব্যাহত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ১৫:২০
Share: Save:

বাঙালির মধুমেহ আটকায় কে! এক দিকে ‘মনোহরা’র রাজপাট। অন্য দিকে, ‘কলকাতার রসগোল্লা’ রসে পড়েই টগবগিয়ে ফুটছে। এই টক্কর গত সপ্তাহ থেকে শুরু। রুদ্ধশ্বাস অপেক্ষার পর বৃহস্পতিবার ফের সামনে ছোট পর্দার রেটিং চার্ট। সেই অনুযায়ী, কেউ নিজের জায়গা থেকে এক চুল সরেনি। কেউ কারওর কাছে হারেওনি। বরং ধারাবাহিক ‘মিঠাই’ নম্বর বাড়িয়ে খামতি পুষিয়ে তার জয়যাত্রা অব্যাহত রেখেছে। ১২.২ পেয়ে ‘বাংলার সেরা’ সে। অন্য দিকে, ‘সর্বজয়া’ পেয়েছে ৮.৩। যার জোরে চলতি সপ্তাহেও তৃতীয় সে। মুখ্য অভিনেতা দেবশ্রী রায় আনন্দবাজার অনলাইনকে বলেছিলেন, ১০ বছর পরে অভিনয়ে ফিরে আগের মতোই গুণে গুণে ছক্কা হাঁকাবেন তিনি। কথা রেখেছেন তিনি।

পাশাপাশি, ৯.২ পেয়ে দ্বিতীয় ‘অপরাজিতা অপু’। ৮ পেয়ে যুগ্ম চতুর্থ ‘কৃষ্ণকলি’, ‘যমুনা ঢাকি’। বৌদি ভাইয়ের সদ্যোজাতকে নিয়ে গুনগুনের কীর্তিকলাপ ষষ্ঠ থেকে পঞ্চম স্থানে পৌঁছে দিয়েছে ‘খড়কুটো’কে। তার প্রাপ্ত নম্বর ৭.৯।

চলতি সপ্তাহেও চ্যানেলের নম্বরে বড় ফারাক। জি বাংলার মোট নম্বর ৬৮০। স্টার জলসা পেয়েছে ৬৪৪। ধারাবাহিকের সার্বিক ভাল ফল রেটিং চার্টে এগিয়ে আসতে সাহায্য করেছে জি বাংলাকে। বাকিরা কে কোথায়? চোখ রাখুন চার্টে—

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mithai Khorkuto TRP Chart
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE