মানুষী প্রেমকে হারিয়ে কি জিতে যাচ্ছে অন্য ভালবাসা? ছোটপর্দার রেটিং তালিকা বলছে, ভালমন্দ রান্না-পেটপুজো থেকে ক্রিকেট প্রেম কিংবা ঢাকের বাদ্যি ঘিরে বাঙালি আবেগের কাছে ইদানীং দশ গোল খাচ্ছে রোমান্স-বিচ্ছেদে বোনা সম্পর্কের কাহিনির চেনা ছক। তাই হই হই করে দর্শক-পছন্দে এগিয়ে যাচ্ছে 'মিঠাই', 'খুকুমনি হোম ডেলিভারি' কিংবা 'উমা'!
নম্বরের দিক থেকে নিজেকেই নিজে ছাপিয়ে গিয়েছে ‘মিঠাই’। মিঠাইয়ের কর্পোরেট লুকে মুগ্ধ সিদ্ধার্থ, দর্শকেরাও। ১১.২ পেয়ে ধারাবাহিক তাই ‘সেরার সেরা’। চলতি সপ্তাহেও স্টার জলসায় সেরা ধারাবাহিক ‘খুকুমণি হোম ডেলিভারি’। প্রাপ্ত নম্বর ৮.৪। দুই চ্যানেল মিলিয়ে রেটিং তালিকায় পঞ্চম স্থানে এই ধারাবাহিক। মিষ্টি তৈরি থেকে ভালমন্দ রেঁধে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া। 'দর্শনেই অর্ধ ভোজন'-এর টানেই কি বাঁধা পড়লেন দর্শক?