সিংহাসনের লড়াইয়ে কে জিতবেন? গত সাত বছর ধরে ঘুরছে প্রশ্নটা। প্রশ্নটা ঘুরছে ‘গেম অব থ্রোনস’-এর হাত ধরে। টিআরপি-র পাকদণ্ডী বেয়ে অনেকটা উঠে গিয়েছে এই টেলি সিরিজ। বিশ্ব জুড়ে দর্শক অপেক্ষা করেন রাজায়-রাজায় এই যুদ্ধ দেখার জন্য। কখনও অনলাইন লিক হয়ে যায় কোনও এপিসোড, আবার কখনও বা চিত্রনাট্যের মুন্সিয়ানায় কোনও চরিত্রের মোড় ঘুরিয়ে দেওয়া পারফরম্যান্স দর্শকের অপেক্ষাকে আরও দীর্ঘ করে। ‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’-কে কেন্দ্র করে লেখা ফিকশন প্রথম টেলিকাস্ট হয় ১৭ এপ্রিল ২০১১-এ। তারপর থেকে যাত্রা চলছে সমান তালে। আর মাত্র দু’টো এপিসো়ডের পরই শেষ হয়ে যাবে সিজন সেভেন। কর্তৃপক্ষ আগেই ঘোষণা করেছেন, আর মাত্র একটা সিজন পরেই যুদ্ধ শেষ। শেষ হবে সিংহাসনের লড়াই। সিজন আটেই শেষ হবে এই টেলিসিরিজ। বিশ্বজুড়ে জনপ্রিয়তার বিচারে সেরা পাঁচে রয়েছেন ভিন্নধর্মী পাঁচ চরিত্র। গুগল ট্রেন্ডও সে দিকেই ইঙ্গিত করছে।
আরও পড়ুন, ‘জীবনে ঝড় এলেও আমি সেটা ওভারকাম করেছি’
গুগল গ্রাফের গড় হিসেবে ফার্স্ট পজিশনের জন্য হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে ড্যানেরিয়াস টারগেরিয়ান এবং জন স্নোর। নীল গ্রাফটি ড্যানেরিয়াসের সার্চ রেজাল্ট। লাল গ্রাফে বোঝা যাচ্ছে জন স্নোর সার্চের ফলাফল। তবে গুগল ট্রেন্ডে শেষ হাসি হেসেছেন ড্যানেরিয়াসই। দ্বিতীয় স্থানে রয়েছেন জন। ঠিক একই ভাবে আরিয়া স্টার্ক ও সারসেই ল্যানিস্টারেক মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এখানে জিতেছেন আরিয়া। হলুদ গ্রাফ তাঁর রেজাল্ট। তিনি রয়েছেন তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে রয়েছেন সারসেই। সবুজ গ্রাফ তার প্রমাণ। প্রথম পাঁচের লড়াইয়ে বেশ কিছুটা পিছিয়ে পড়েছেন টায়রন ল্যানিস্টার। বেগুনি গ্রাফ তাঁর গুগল সার্চের রেজাল্ট।