পঙ্কজ ত্রিপাঠীকে দেখে মুগ্ধ মহুয়া মৈত্র। এমনকি, এক সময় অভিনেতার সঙ্গে দেখা করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতার প্রতি ভাল লাগার কথা স্বীকার করেছেন কৃষ্ণনগরের সাংসদ।
মহুয়া সেই সাক্ষাৎকারে বলেন, “আমি ‘মুন্নাভাই’ সিরিজ়টা দেখেছি। আবারও দেখব। আমার ‘ভিকি ডোনার’ও ভাল লেগেছিল। আর আমি সত্যিই পঙ্কজ ত্রিপাঠীকে ভালবাসি।” পঙ্কজ অভিনীত জনপ্রিয় ওয়েব সিরিজ় ‘মির্জ়াপুর’ দেখেছেন মহুয়া। ‘কালীন ভাই’-এর চরিত্রে পঙ্কজকে দেখে মুগ্ধ হয়েছেন তিনি। তাই মহুয়া বলেন, “পঙ্কজ ত্রিপাঠী খুবই ভাল অভিনেতা। ‘মির্জ়াপুর’-এ ওঁকে খুব ভাল লেগেছে। এমনকি, ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এও ওঁকে খুব ভাল লেগেছে। ওঁর অভিনীত অন্ধকার ও খারাপ লোকের চরিত্রগুলো আমার বেশি ভাল লাগে।”
এক সময়ে এক কাপ কফি সহযোগে পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে দেখা করার আশায় একটি বার্তাও পাঠিয়েছিলেন মহুয়া। এক সাংবাদিকের মাধ্যমে সেই বার্তা পাঠিয়েছিলেন তিনি। তিনি কী লিখেছিলেন? মহুয়া নিজেই হাসতে হাসতে বলেছেন, “আমি বলেছিলাম, ‘আমি আপনার অনুরাগী। আমি আপনার সঙ্গে দেখা করতে চাই।’ কিন্তু তিনি থাকেন আলিবাগে। কারও সঙ্গেই কফি খেতে যান না।”
মহুয়া জানিয়েছেন, অভিনেতা তথা বিজেপি নেতা রবি কিশনকেও অনুরোধ করেছিলেন পঙ্কজের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য। মহুয়া বলেছেন, “আমি রবি কিশনকে অনুরোধ করেছিলাম, পঙ্কজের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তার পরে রবি সত্যিই পঙ্কজের সঙ্গে ফোনে কথা বলিয়ে দেন। কিন্তু আমার খুব লজ্জা লাগছিল।” ভিতর থেকে এতটাই উত্তেজিত ছিলেন যে ভাল ভাবে কথাই বলতে পারেননি বলেও জানান মহুয়া।
উল্লেখ্য, পঙ্কজকে সম্প্রতি দেখা গিয়েছে ‘মেট্রো ইন দিনো’ ছবিতে। কঙ্কনা সেনশর্মার বিপরীতে দেখা গিয়েছে অভিনেতাকে।