সুস্থ আছেন সুরকার ও গায়ক লাকি আলি। কোভিড সংক্রমণ হয়নি তাঁর। বেঙ্গালুরুতে নিজের বাগান বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। নেটমাধ্যমে সে কথা জানালেন বর্ষীয়ান অভিনেত্রী নাফিসা আলি।
আচমকাই মঙ্গলবার সন্ধেয় নেটমাধ্যমে লাকি আলির মৃত্যুসংবাদ পাওয়া যায়। সেই পোস্ট অনুসরণ করে চার দিক থেকে শোকবার্তা আসতে থাকে। বলা হয়, তিনি কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। গায়কের বন্ধু অভিনেত্রী নাফিসা আলি সে খবরের সত্যতা তুলে এনে আশ্বস্ত করেন নেটাগরিকদের।