হঠাৎ কী হল প্রিয়ঙ্কা চোপড়ার? ‘চোপড়া’ থেকে রাতারাতি ‘সিংহ’ হয়ে গেলেন তিনি! অবাক হচ্ছেন? ভাবছেন তা কী করে সম্ভব? এমনটাই হয়েছে। শুক্রবার দুপুরে গুগল ক্রোম এবং ফায়ারফক্স ব্রাউজারে প্রিয়ঙ্কার নাম সার্চ করলেই চোপড়া বা জোনাস নয়, দেখাচ্ছে প্রিয়ঙ্কা সিংহ!
যদিও উইকিপিডিয়া-র পেজটি খুললে আবার তাঁর নাম প্রিয়ঙ্কা চোপড়াই দেখা যাচ্ছে। ব্যাপারটা নেটিজেনদের নজরে আসতেই বিষয়টা রাতারাতি ভাইরাল হয়ে যায়। মজার মজার মিম-ও ছড়িয়ে পড়তে থাকে সোশ্যাল সাইটে।