Advertisement
০৯ সেপ্টেম্বর ২০২৪
Natasha Stankovic

হার্দিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নিজেকে কার কাছে সঁপে দিলেন নাতাশা?

নাতাশা দেশ ছাড়ার পর থেকেই নানা ধরনের ইঙ্গিত পূর্ণ পোস্ট দিয়েছেন। এ বার নিজেকে সঁপে দিলেন কার কাছে, সে কথা জানালেন হার্দিকের প্রাক্তন স্ত্রী।

Natasa Stankovic talks about getting new name after divorce with hardik pandya

(বাঁ দিকে) হার্দিক পাণ্ড্য ও নাতাশা স্ট্যানকোভিচ। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৪ ২১:২১
Share: Save:

হার্দিক পাণ্ড্য ও নাতাশা স্ট্যানকোভিচ চলতি বছরের জুলাই মাসে নিজেদের বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছেন। তার পরে ভারত ছেড়েছেন নাতাশা। যদিও হার্দিকের সঙ্গে সমাজমাধ্যমে জুড়ে রয়েছেন তিনি। পরস্পরকে ইনস্টাগ্রামে অনুসরণও করছেন। যদিও নাতাশা দেশ ছাড়ার পর থেকেই নানা ধরনের ইঙ্গিত পূর্ণ পোস্ট করেছেন। যদিও আপাতত ছেলে অগ্যস্তই যে তাঁর জীবনের শেষ কথা তা-ও বুঝিয়ে দিয়েছেন। পাশাপাশি নিজেকে সঁপে দিয়েছে ঈশ্বরের হাতে সে কথাও জানালেন নাতাশা।

বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই নেটপাড়ার একাংশের রোষের মুখে পড়েন নাতাশা। নিজের দেশ সার্বিয়া ফিরে গিয়ে কেমন রয়েছেন, সেই চিত্র তুলে ধরেন মাঝে মধ্যেই। পাশাপাশি তিক্ত সম্পর্ক প্রসঙ্গে নানা পোস্টে লাইকও দিচ্ছেন। দিন কয়েক আগেই ‘প্রতারণা যেন মানসিক অত্যাচারের সমান’ এমনই এক পোস্টে লাইক দেন নাতাশা। নেটপাড়ার একাংশের অনুমান হার্দিকের দিকে আঙুল তুলতে চাইছেন তিনি! যদিও এই জল্পনার নিরসন করেননি নাতাশা। এর মাঝেই অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জন শোনা গিয়েছে হার্দিকের। সম্প্রতি একে অপরকে ইনস্টাগ্রামে অনুসরণ করা শুরুও করেছেন তাঁরা। এ বার নাতাশা লেখেন, ‘‘যখন তুমি সবর্তোভাবে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পন কর। তখন নতুন একটা নাম পাবে। তুমি সেই মানুষটা থাকবে না, যা তুমি হতে চেয়েছ। বরং ঈশ্বর তোমাকে যেটা বানাতে চেয়েছে সেটাই তুমি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Natasha Stankovic Hardik Pandya Celeb Divorce
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE