বড্ড একলা হয়ে গিয়েছেন নীতু কপূর। বছর দুয়েক আগে স্বামী ঋষি কপূরকে হারিয়ে এখন একরাশ শূন্যতায় বাস। ধুমধাম করে ছেলে রণবীর কপূরের বিয়ে দিয়েছেন আলিয়া ভট্টের সঙ্গে। তবু সব কিছুতেই কী যেন একটা নেই!
এত বছরের দাম্পত্যের সঙ্গীকে হারিয়ে ফেলা সহজ কথা নয়। সে শূন্যতা কাটিয়ে ওঠাও কঠিন। মনের সঙ্গে লড়তে লড়তে ক্লান্ত নীতু তাই এক দিন পৌঁছে গেলেন মনোবিদের কাছে। এবং অবাক হয়ে দেখলেন, মনের বিশেষজ্ঞ যা বলছেন, সবটাই তাঁর জানা।
নিজের লড়াই লড়তে হবে নিজেকেই। পুরোটাই মনের জোরে। সেটাই তাঁকে বুঝিয়েছিলেন মনোবিদ। নিজেই বুঝেছিলেন, এই একমাত্র পথ অবসাদে তলিয়ে যাওয়া থেকে নিজেকে তুলে আনার। এখন তাই কাজে ফিরেছেন ঋষি-ঘরনি। কাজে ডুবে থেকে ভরাট করতে চাইছেন ৪৫ বছরের সঙ্গীকে হারানোর শূন্যতা।