একটা সময় টেলিপাড়ায় কান পাতলেই শোনা যেত, গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘সারেগামাপা’য় বিচারক হতে না পারার আক্ষেপ নাকি রয়েছে সুরকার-শিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়ের! শুক্রবারের খবর, সেই খেদ মিটেছে তাঁর। শুরু হয়েছে ছোটপর্দার গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের শুটিং। নতুন পর্বে বিচারকের সংখ্যা ৯! তাঁদের মধ্যে অন্যতম জিৎ।
একই সঙ্গে আরও একটি চমক। এ বছর বিচারকের ভূমিকায় দেখা যাবে না ইমন চক্রবর্তীকে। প্রসঙ্গত, ইমনকে প্রতি বছর এই অনুষ্ঠানে বিচারকের ভূমিকায় দেখা গিয়েছে। প্রতিযোগীদের তৈরি করার দায়িত্বে রথীজিৎ ভট্টাচার্য, ঝুমুর-সহ মোট চার জন।
অনুষ্ঠানের নয় জন বিচারক তা হলে কারা? সূত্রের খবর, জিৎ ছাড়াও রয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, শান্তনু মৈত্র, রূপম ইসলাম, রূপঙ্কর বাগচী, জোজো মুখোপাধ্যায়, কৌশিকী চক্রবর্তী এবং অন্তরা মিত্র। ইতিমধ্যেই ১৪ জন প্রতিযোগীর গান তাঁরা শুনে ফেলেছেন।
এ বারের প্রতিযোগীরা কেমন? প্রশ্ন নিয়ে আনন্দবাজার ডট কম-এর পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল জিতের সঙ্গে। তিনি এবং বাকি বিচারকদের কেউই এখন অনুষ্ঠান নিয়ে কথা বলতে নারাজ। তবে শোনা যাচ্ছে, এ বছরের প্রতিযোগীদের অনেকেই গানের পাশাপাশি বাদ্যযন্ত্রও বাজাতে পারেন, যা এর আগে দেখা যায়নি।
রিয়্যালিটি শো-এর পরিচালক অভিজিৎ সেন। আরও খবর, এ বারের প্রতিযোগিতা আরও কঠিন হতে চলেছে। ন’জন বিচারকের আঠারোটি কান তৃপ্ত হলে তবেই প্রতিযোগীরা চূড়ান্ত প্রতিযোগিতায় পৌঁছোতে পারবেন।
বাঙালির কাছে মহালয়ার মাহাত্ম্য আলাদা। এ দিন পিতৃপক্ষের শেষ। পরের দিন থেকে দেবীপক্ষ। শারদীয়াকে স্বাগত জানাতে বিশেষ পর্বের আয়োজন থাকবে ‘সারেগামাপা’য়। তৈরি হয়েছে বিশেষ একটি গান। অতিথি বিচারক হৈমন্তী শুক্ল, তবলিয়া জাকির হোসেনের ভাই তৌফিক কুরেশি। পর্বের কাজ দ্রুত সম্পূর্ণ করতে আপাতত সপ্তাহে চার দিন করে শুটিং হচ্ছে।