রাজ চক্রবর্তী ঘোষণা করতে না করতেই ‘হোক কলরব’ শুরু! খবর, শুক্রবার দিনভর বিজয়নগর থানা কলরব-কোলাহলে উত্তাল! পরিস্থিতি সামাল দিতে উপস্থিত সাংসদ পার্থ ভৌমিক এবং বিনোদন দুনিয়ার খ্যাতনামীরা। সকলের হস্তক্ষেপে কি পরিস্থিতি নিয়ন্ত্রণে এল? আনন্দবাজার ডট কম জানতে পেরেছে, শেষ পর্যন্ত বিধায়ক-প্রযোজক-পরিচালক রাজ চক্রবর্তীর হস্তক্ষেপে বিষয়টি ‘স্বাভাবিক’ হয়েছে।
পুরোটাই ঘটেছে সিনেমার সেটে। গণেশচতুর্থীর দিন রাজ চক্রবর্তী তাঁর আগামী ছবি ‘হোক কলরব’-এর আনুষ্ঠানিক ঘোষণা করেন। ওই দিন তিনি আনন্দবাজার ডট কমকে জানিয়েছিলেন, বৃহস্পতিবার থেকে ছবির শুটিং শুরু হবে। প্রথম দিনের শুটিংয়ে তাঁর ক্যামেরার মুখোমুখি ‘বেঙ্গল পুলিশ’, অভিনয়ে শাশ্বত চট্টোপাধ্যায়, পার্থ ভৌমিক, রোহিত ভট্টাচার্য। সেটে উপস্থিত ছিল আনন্দবাজার ডট কম। ছবিতে আক্ষরিক অর্থে নায়িকা না থাকলেও শাশ্বতর বিপরীতে দেখা যাবে মঞ্চাভিনেতা দেবযানী সিংহকে। এ ছাড়াও ছবিতে দেখা যাবে ওম সাহানি, জন ভট্টাচার্য, রাজা বিশ্বাস, অভীকা মালাকার-সহ বেশ কিছু পরিচিত এবং নতুন মুখ। ছবির আগে সবাইকে নিয়ে সাত দিনের কর্মশালার আয়োজনও করেন প্রযোজক-পরিচালক।
এ দিন স্টুডিয়ো চত্বরে তৈরি হয় বিজয়নগর থানার সেট। সেখানেই দিনভর শুটিং চলেছে রাজের নতুন ছবির। এ দিন পরিচালকের পরনে সাদা গেঞ্জি, কালো থ্রি কোয়ার্টার প্যান্ট আর গলায় লাল-সাদা উত্তরীয়। এই সাজেই তিনি সারা দিন ক্যামেরার পিছনে। বাকি তিন অভিনেতা সেজেছিলেন পুলিশের খাকি পোশাকে। প্রসঙ্গত, গণেশচতুর্থীর দিন ছবির মহরতের সময় এই তিন অভিনেতাকে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ‘আমাদের সিংহম’ বলে সম্বোধন করেন। শুক্রবারেও স্টুডিয়ো চত্বরেই শুটিং চলবে। ছবিমুক্তি ২০২৬-এর ২৩ জানুয়ারি। বাকি অংশের শুটিং হবে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে।