Advertisement
০২ মে ২০২৪
Bollywood Scoop

ঘটনাচক্রে ‘টাইগার’ হন সলমন! ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন অন্য তারকা, কে তিনি?

২০১২ সালে মুক্তি পেয়েছিল কবীর খান পরিচালিত যশরাজ ফিল্মসের ছবি ‘এক থা টাইগার’। চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাচ্ছে সলমন খানের ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় ছবি।

Not Salman Khan, this actor was Aditya Chopra’s first choice for Ek Tha Tiger

ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ ১৯:০৫
Share: Save:

২০১২ সালে মুক্তি পেয়েছিল কবীর খান পরিচালিত ছবি ‘এক থা টাইগার’। যশরাজ ফিল্মস প্রযোজিত ওই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সলমন খান। সলমনের সঙ্গে ওই ছবিতে জুটি বেঁধেছিলেন ক্যাটরিনা কইফ। অবিনাশ সিংহ রাঠৌর তথা ‘টাইগার’-এর চরিত্রে দর্শক ও সমালোচকদের মন জয় করেছিলেন সলমন। ভারতীয় এক গুপ্তচরের ভূমিকায় তাঁকে পছন্দ করেছিলেন অনুরাগীরা। জ়োয়ার চরিত্রে প্রশংসিত হয়েছিলেন ক্যাটরিনাও। বক্স অফিসেও দুরন্ত ব্যবসা করেছিল ‘এক থা টাইগার’। ছবির সাফল্যের পর সূচনা হয়েছিল ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজ়ির। বছর পাঁচেক পরে ২০১৭ সালে মুক্তি পেয়েছিল দ্বিতীয় ছবি ‘টাইগার জ়িন্দা হ্যায়’। তার ছ’বছর পরে চলতি বছরের দীপাবলিতে মুক্তি পেতে চলেছে ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় ছবি ‘টাইগার ৩’। বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ়ি ‘টাইগার’। টাইগারের চরিত্রে সফল সলমনও। তবে ওই চরিত্রে যশরাজ-কর্তা আদিত্য চোপড়ার প্রথম পছন্দ ছিলেন অন্য এক তারকা। তিনি কে?

শাহরুখ খান।

শাহরুখ খান। ছবি: সংগৃহীত।

খবর, ‘এক থা টাইগার’ ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ হওয়ার পরে টাইগার চরিত্রের প্রস্তাব নিয়ে প্রথমে নাকি শাহরুখ খানের কাছে গিয়েছিলেন আদিত্য। বলিউডের গুপ্তচর ঘরানার ছবি করতে আগ্রহও দেখিয়েছিলেন শাহরুখ। তার পরেও কেন ছবি থেকে সরলেন বাদশা? শোনা যায়, অনিবার্য কারণে ‘টাইগার’-এর কাজ পিছিয়ে যাওয়ার পরে সেই সময় ‘জব তক হ্যায় জান’ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন শাহরুখ। প্রেমের ছবির ঠিক পরেই নাকি অ্যাকশন হিরোর চরিত্রে নিজেকে দেখতে চাননি তিনি। তাই সেই সময় ‘টাইগার’ ছবিটি থেকে সরে আসেন তিনি। তবে ওই ছবির জন্য সলমনের নাম সুপারিশ করেছিলেন শাহরুখ নিজেই। শাহরুখের বিচারবুদ্ধির উপর ভরসা রেখে আদিত্যও তার পরে সলমনকেই চূড়ান্ত করেন ‘এক থা টাইগার’-এর জন্য।

যশরাজের ‘স্পাই ইউনিভার্স’ তথা ‘গুপ্তচর ব্রহ্মাণ্ড’-এর অন্যতম সফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ়ি ‘টাইগার’। তবে ‘টাইগার’-এর সুযোগ ছাড়লেও যশরাজের ‘গুপ্তচর ব্রহ্মাণ্ড’-এ জায়গা পেয়েছেন শাহরুখও। ‘পাঠান’-এর মাধ্যমে চলতি বছরের শুরুতেই ব্লকবাস্টার হিটের খাতা খুলেছে ওয়াইআরএফ। ওই ছবিতে শাহরুখের পাশাপাশি বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল 'টাইগার' সলমনকেও। আগামী ‘টাইগার ৩’ ছবিতেও সলমনের সঙ্গে বিশেষ চরিত্রে থাকছেন শাহরুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE