দেশদ্রোহী তকমা পেলেন দিলজিৎ দোসঞ্জ। আসন্ন ছবি ‘সর্দারজি ৩’ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন পঞ্জাবি শিল্পী। ছবির শুটিং হয়েছে অনেক দিন আগেই। ছবি মুক্তি পাওয়ার কথা ২৭ জুন। একাধিক পাকিস্তানি অভিনেতা রয়েছেন এই ছবিতে। সেখান থেকেই বিতর্কের শুরু। তার কারণ, পহেলগাঁও কাণ্ডের পরে বদলে গিয়েছে ভারত ও পাকিস্তান, এই দুই দেশের সমীকরণ।
ছবিতে অভিনয় করেছেন হানিয়া আমির, নাসির চিনোতি, ড্যানিয়েল খাওয়ার ও সালিম আলবার মতো পাকিস্তানি অভিনেতারা। এই ছবির উপর নিষেধাজ্ঞা জারির দাবি উঠেছে বিভিন্ন মহলে। শুক্রবার ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়’ (এফডব্লুআইসিই)-র সভাপতি বিএন তিওয়ারি দিলজিতের নিন্দায় সরব হন। এমনকি, ভারতের বিনোদন জগৎ থেকে তাঁকে সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করার হুঁশিয়ারিও দেন তিনি।
আরও পড়ুন:
বিএন তিওয়ারি বলেন, “দিলজিৎ দোসঞ্জ বা অন্য কোনও শিল্পী যদি এমন আচরণ করেন, তা হলে শুধু তাঁদের ছবির বিরুদ্ধে নয়, তাঁদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হবে। সহযোগিতা না করার জন্য অভিযুক্ত হবেন তাঁরা। বিশ্বাসঘাতকদের জন্য কোনও জায়গা নেই এই দেশে। এই দেশের বিরোধিতা যাঁরা করবেন, তাঁদের বিনোদন দুনিয়া কোনও ভাবেই সমর্থন করতে পারবে না।”
দিলজিতের উপর ক্ষোভ উগরে দিয়ে তিনি আরও বলেন, “এই দেশে বসে অন্যদের সাহায্য করবে, এটা চলতে পারে না। আমাদের কাছে এমন বেশ কয়েকটি নাম এসেছে। এঁদেরকে বিনোদন জগৎ থেকে বার করে দেওয়া হবে, যদি এঁরা দেশের কথা না ভাবেন।”
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর থেকে ভারতে নিষিদ্ধ পাকিস্তানের শিল্পীরা। মুক্তি পাওয়ার কথা ছিল ফওয়াদ খান ও বাণী কপূরের ছবি ‘আবির গুলাল’। সেই ছবিও নিষিদ্ধ হয়ে গিয়েছে।