গত নভেম্বরেই হাসপাতালে ভর্তি করাতে হয় অভিনেতা প্রেম চোপড়াকে। মাস পার হওয়ার আগে ফের অসুস্থ অভিনেতা। হয়েছে অস্ত্রোপচার। একটি বিশেষ উপায়ে হৃদ্যন্ত্রের ভাল্ভ বদল করানো হয়েছে তাঁর। অভিনেতার স্বাস্থ্যের খবর দিলেন জামাই শরমন জোশী।
আরও পড়ুন:
শরমন জানান, প্রেম চোপড়ার ‘ট্রান্সক্যাথেটার অ্যাওর্টিক ভাল্ভ ইমপ্লান্টেশন’ হয়েছে। এটি এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে ‘ওপেন-হার্ট সার্জারি’ ছাড়াই ভাল্বের প্রতিস্থাপন সম্ভব। শরমন লেখেন, ‘‘বাবার গুরুতর অর্টিক স্টেনোসিস ধরা পড়েছিল, চিকিৎসকেরা সফল ভাবে ‘টাভি’ পদ্ধতির সাহায্যে গোটা অস্ত্রোপচার সম্পূর্ণ করেছেন। ‘ওপেন-হার্ট সার্জারি’ ছাড়াই ভাল্ভ প্রতিস্থাপন করেছেন তাঁরা। প্রতিটি পদক্ষেপে ডাক্তার গোখলের ধারাবাহিক নির্দেশনা আমাদের পরিবারকে অপরিসীম আত্মবিশ্বাস জুগিয়েছে। তাঁদের দক্ষতায় পুরো প্রক্রিয়াটি মসৃণ ভাবে সম্পন্ন হয়েছে। যার ফলে কোনও রকমের জটিলতা দেখা দেয়নি।’’
সব শেষে অভিনেতা জানান, প্রেম চোপড়া এখন অনেকটাই সুস্থ। তাঁকে বাড়ি ফিরিয়ে আনা হয়েছে বলেও জানিয়েছেন শরমন। ‘অ্যাওর্টিক স্টেনোসিস’ হল এক ধরণের হৃদ্রোগ, যাকে ‘ভালভুলার হার্ট ডিজ়িজ়’ বলা হয়। এই রোগে সাধারণত হৃদ্পিণ্ডের ভাল্ভটি সরু হয়ে যায় এবং সম্পূর্ণ খোলে না। যার ফলে হৃদ্পিণ্ড থেকে সারা শরীরে রক্তপ্রবাহ হ্রাস পায়।