বিনোদন দুনিয়ায় একের পর এক মৃত্যুর খবর। এ বার পথ দুর্ঘটনায় মৃত্যু হল বছর ৩৭-এর এক পঞ্জাবি গায়কের। নাম হরমন সিধু। শনিবার সকালে গায়ক নিজের গ্রাম খিয়ালায় ফিরছিলেন। সেই সময়েই এই ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় হরমনের।
আরও পড়ুন:
পঞ্জাবের খিয়ালা গ্রামের কাছে মানসা-পটিয়ালা রোডে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গায়কের গাড়ির। ট্রাকের সঙ্গে তাঁর গাড়ি ধাক্কা খেতেই গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান হরমন। প্রত্যক্ষদর্শীরা জানান, এত জোরে দুই গাড়ির সংঘর্ষ হয় যে, এর পরে কোনও ভাবেই গাড়ির কোনও আরোহীরই বেঁচে থাকার সম্ভাবনা ছিল না।
অল্প সময়েই খ্যাতি অর্জন করেছিলেন হরমন। ‘পেপার ইয়া পেয়ার’-এর মতো একাধিক হিট গান উপহার দিয়েছেন তিনি। এই গানটি তিনি মিস্ পূজার সঙ্গে গেয়েছিলেন। তাঁরা জুটি বেঁধে আরও একাধিক গান উপহার দিয়েছেন দর্শককে। হরমনের অন্যান্য জনপ্রিয় গানের মধ্যে আছে ‘মুলতান ভার্সেস রাশিয়া’, ‘কই চক্কর নেহি’, ‘বেবে বাপু’ ইত্যাদি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া অনুরাগীদের মধ্যে।