বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের পেশাগত জীবনের থেকে ব্যক্তিগত জীবন সব সময়েই থাকে আতশকাচের তলায়। খুব শীঘ্রই বলিউডে আত্মপ্রকাশ করছেন আরিয়ান। তবে অভিনেতা নয়, পরিচালক হিসেবে। আরিয়ান খান পরিচালিত আসন্ন ওয়েব সিরিজ় ‘ব্যাড্স অফ বলিউড’-এর ঝলক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সম্প্রতি ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে আরিয়ানকে দেখে অনেকের মনে হল, বাবার মতো হাঁটা-চলা, কণ্ঠস্বরেও মিল আছে বাবার সঙ্গে। অমিল শুধু মুখের হাসিতে। ক্যামেরার সামনে সব সময় গম্ভীর তিনি। কেন এমন আরিয়ান, খোলসা করলেন অভিনেতা রাঘব জুয়াল।
আরও পড়ুন:
আলোকচিত্রী দেখলেই মুখ ঘুরিয়ে নেন আরিয়ান। কখনও একদম মুখোমুখি হলে পোজ় দেন ঠিকই। কিন্তু মুখে হাসি থাকে না। সারাক্ষণই আরিয়ানের মুখ ভার। তবে হাতে গোনা কয়েকবারই হাসতে দেখা গিয়েছিল তাঁকে। গত বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে এসে বোন সুহানাকে নিয়ে হাসাহাসি করতে দেখা যায় আরিয়ানকে।
তার পর নিজের ওয়েব সিরিজের প্রচার ভিডিয়োয় হাসতে দেখা গিয়েছে আরিয়ানকে। বাইরে থেকে যতটা কঠিন মনে হয়, আরিয়ান মানুষটা তেমন নয় বলে জানালেন তাঁর এই সিরিজ়ের অভিনেতা রাঘব। তিনি জানান, এক ধরনের ভয় আছে আরিয়ানের, তাই এমন করেন। যদিও রাঘবও আরিয়ানকে ক্যামেরার সামনে হাসাবেন বলে কথা দিয়েছেন। রাঘবের কথায়, ‘‘হাসতে ভয় পায়। এছাড়াও ও ক্যামেরার সামনে হাবভাব দেখাতে ভালবাসে। তবে ওর মধ্যে শিশুসুলভ একটা ব্যাপার আছে। তবু ক্যামেরার সামনে হাসবে না। যেটা আমার বেশ ভাল লাগে। এ ছাড়া মেয়েদেরও এটা বেশ ভাল লাগে।’’