২০২৩ সালে কন্যাসন্তানের বাবা-মা হন ইন্ডিয়ান আইডল-খ্যাত গায়ক রাহুল বৈদ্য ও অভিনেত্রী দিশা পারমার। মা হওয়ার পর থেকেই অভিনয় থেকে দূরে তিনি। তবে দিশার মাতৃত্বের সফর ছিল বেশ কঠিনই। জন্মের পর মেয়ে কিছুতেই বুকের দুধ খাচ্ছিল না। স্তনে মুখ ঠেকালেই জুড়ত কান্নাকাটি। মেয়েকে দেখে কেঁদে ফেলতে দিশাও। কী সমস্যা হয়েছিল, জানালেন অভিনেত্রী।
নেহা ধুপিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, জন্মের পর থেকে মেয়ে কিছুতেই বুকের দুধ খেতে চায় না। শেষমেশ বাধ্য হয়ে দিশা নার্সদের বাইরের কেনা দুধ খাওয়াতে বললেও চিন্তামুক্ত হতে পারছিলেন না। বাড়ি ফিরেও একই কান্নাকাটি। দিশা বলেন, ‘‘মেয়ের চোখে জল দেখে আমিও কেঁদে ফেলতাম, নিজেকে নিয়ে সংশয় হত। পরে বুঝলাম, আমার বুকের দুধ তৈরিতে কোনও সমস্যা রয়েছে। তার পর এক চিকিৎসকের সঙ্গে কথা বলি। তার পর থেকে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয়।’’
তাই মাতৃত্ব শুধুই আনন্দ বা সুখের নয়। তার সঙ্গে মিশে থাকে উৎকণ্ঠা, উদ্বেগ ও আতঙ্ক। মেয়ের বয়স এখন দু’বছর। ধীরে ধীরে পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন দিশা।